বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্স: বিদেশি শিক্ষার্থীর পরীক্ষার সূচি প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মার্চ-২০২৫ সেশনে এমডি/এমএস ফেজ-এ রেসিডেন্সি প্রোগ্রামের ১৭ বিদেশি শিক্ষার্থীর মৌখিক ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। এমডি/এমএস ফেজ-এ রেসিডেন্সি প্রোগ্রামে মৌখিক ভর্তি পরীক্ষা ২৫ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসএমএমইউতে বিভিন্ন বিষয়ে এমডি/এমএস ফেজ-এ রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির জন্য ১৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে সময়সূচি প্রকাশিত হয়েছে এবং প্রার্থীদের সার্টিফিকেট ও অন্য নথি যাচাই করতে স্ব-স্ব রাষ্ট্রদূত এবং হাইকমিশনারের নিকট অনুরোধ করা হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন নেপালের, একজন ভারতের, একজন যুক্তরাষ্ট্রের, একজন মালদ্বীপের, একজন ভুটানের।

প্রার্থীদের যেসব নথি থাকা জরুরি—

ক. একাডেমিক সার্টিফিকেট
খ. ইন্টার্নশিপ সার্টিফিকেট
গ. মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট
ঘ. পাসপোর্ট
ঙ. আইইএলটিএস সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট নথিপত্রের মূল কপি আনতে হবে।

এ ছাড়া পরীক্ষার জন্য প্রার্থীদের কোনো ভ্রমণ বা অন্যান্য ভাতা পাবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • পরীক্ষার বিষয় ও সময়সূচি দেখতে ক্লিক করুন এখানে।