জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, ৮৮ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। আর অকৃতকার্য হয়েছেন ১১ দশমিক ২০ শতাংশ পরীক্ষার্থী। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results ওয়েবসাইটে সন্ধ্যা সাতটা থেকে পাচ্ছেন শিক্ষার্থীরা।
এ পরীক্ষায় সারা দেশের ৬৭৯টি কেন্দ্রে ১ হাজার ৯১৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়নসহ সর্বমোট ২ লাখ ৬৭ হাজার ৯১৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।