Thank you for trying Sticky AMP!!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ বর্ষের পরীক্ষা শুরু ৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের এলএলবি শেষ বর্ষের পরীক্ষা শুরু আগামী শুক্রবার। ওই দিন সকাল সাড়ে ৮টা থেকে দেশের ৩৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে আগামী ২২ ডিসেম্বর। আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Also Read: স্কুলে শিক্ষকের হাতে মার খাওয়া পাকিস্তানের সিস্টার জেফই বিশ্বের সেরা শিক্ষকের তালিকায়

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী—সপ্তাহের প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে এলএলবি শেষ বর্ষের পরীক্ষা শুরু হবে। এ বছর সারা দেশের ৭১টি কলেজে মোট ১০ হাজার ৫২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষাসংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে জরুরি প্রয়োজনে ০১৩১৩০৫২৩৬৬-এ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে।

Also Read: নিউজিল্যান্ড দেবে ১১০ স্কলারশিপ, ২৯৫০০ ডলারের সঙ্গে নানান সুযোগ