
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উদ্যোগে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোকসংগীত পরিবেশনের একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠান ‘ফোকলোর ২০২১-সিম্ফনি অব দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক আন্তর্জাতিকভাবে উদ্যাপন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে অনন্য এই অনুষ্ঠান মূলত এ ধরনের প্রথম একটি অনুষ্ঠান, যা দেশের সীমানা অতিক্রম করে বিশ্বব্যাপী দূরবর্তী প্রজন্মের লোকসংগীতের ঐতিহ্যকে সম্মান করে সংগীত পরিবেশন ও নৃত্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি গত রোববার বেলা দুইটায় জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছিল।
‘ফোকলোর ২০২১-সিম্ফনি অব দ্য ওয়ার্ল্ড’ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তরুণ প্রতিভাগুলোর অবিশ্বাস্য ছন্দকে স্মরণ করে তাদের মাতৃভাষাগুলো এবং সমসাময়িক মূলধারার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেছে। বিশ্বব্যাপী বিভক্ত নয়, বরং ঐক্যবদ্ধ হওয়ার বৈচিত্র্যের উদ্যাপনের এই অনুষ্ঠানে বিশ্বের ১০টি দেশের ১৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৩০টি দল সংগীত ও নৃত্য পরিবেশন করেছিল। আজ আমরা যে অস্থির পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি, সেই পরিস্থিতি থেকে উত্তরণ পাওয়ার জন্য সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়াস।
এআইইউবির ফেসবুক পাতায় নিম্নোক্ত লিংক অনুসরণ করে অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও দেখার সুযোগ রয়েছে। ফেসবুক লিংক:
https://www.facebook.com/aiub.edu/videos/722551428444079
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ—
*Adamson University (AU), Philippines
*Assam Don Bosco University (ADBU), India
*Caucasus University (CU), Georgia
*Centro de Enseñanza Técnica Y Superior (CETYS) Universidad, Mexico
*First City Providential College (FCPC), Philippines
*Hindustan Institute of Technology & Science (HITS), India
*Lyceum of the Philippines University (LPU) Batangas, Philippines
*Mykolas Romeris University (MRU), Lithuania
*Pan Pacific University (PPU), Philippines
*Panyapiwat Institute of Management (PIM), Thailand
*Saint Mary’s University (SMU), Canada
*San Beda College (SBC), Philippines
*Siam University (SU), Thailand
*University of San Carlos (USC), Philippines
*University of Visual & Performing Arts (UVPA), Sri Lanka
*Universiti Utara Malaysia (UUM), Malaysia
*American International University-Bangladesh (AIUB), Bangladesh