বিসিএস পরীক্ষা দিয়ে বের হয়ে প্রশ্নপত্র নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করছেন একদল পরীক্ষার্থী। রংপুর জিলা স্কুল
বিসিএস পরীক্ষা দিয়ে বের হয়ে প্রশ্নপত্র নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করছেন একদল পরীক্ষার্থী। রংপুর জিলা স্কুল

সাধারণ জ্ঞান

বিসিএস ও বিভিন্ন পরীক্ষার্থী: স্বল্পোন্নত দেশ নিয়ে ১৮ তথ্য

# স্বল্পোন্নত দেশ নিয়ে ১৮টি তথ্য

১. LDC শব্দের পূর্ণরূপ কী?

উত্তর: Least Developed Countries.

২. এলডিসির (স্বল্পোন্নত দেশের) যাত্রা শুরু হয় কবে থেকে?

উত্তর: ১৯৭১ সাল থেকে।

৩. এলডিসি থেকে গত পাঁচ দশকে সব মিলিয়ে বের হয়েছে কয়টি দেশ?

উত্তর: আটটি দেশ।

৪. বাংলাদেশ প্রথম এলডিসি তালিকায় যুক্ত হয় কবে?

উত্তর: ১৯৭৫ সালে।

৫. বাংলাদেশ এলডিসির তালিকায় যুক্ত হতে প্রচেষ্টা চালান কে?

উত্তর: প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম।

৬. বর্তমান বিশ্বে স্বল্পোন্নত দেশ (এলডিসি) রয়েছে কয়টি?

উত্তর: ৪৪টি।

৭. স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোও একধরনের কেমন দেশ?

উত্তর: একধরনের উন্নয়নশীল দেশ।

৮. স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে উত্তরণ মূল্যায়নের সূচক কয়টি?

উত্তর: তিনটি।

৯. বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের তারিখ কবে নির্ধারণ হয়েছে?

উত্তর: ৪ নভেম্বর ২০২৬ সাল।

১০. এলডিসির ধারণাটি উদ্ভূত হয়েছিল কোন দশকে?

উত্তর: ১৯৬০-এর দশকে।

১১. বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের প্রাথমিক সুপারিশ পায় কত সালে?

উত্তর: ২০১৮ সালে।

১২. বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে বের হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে কোন খাত?

উত্তর: বাংলাদেশের রপ্তানি খাত।

১৩. সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে অষ্টম দেশ হিসেবে এলডিসি থেকে উত্তরণ করে?

উত্তর: সাও টোমো অ্যান্ড প্রিন্সেপ।

১৪. এলডিসি থেকে বের হলে প্রথম লাভ কী হবে?

উত্তর: বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।