Thank you for trying Sticky AMP!!

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুনদের আগমন, উৎসবমুখর পরিবেশে প্রথম বর্ষের ক্লাস শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

শরতের আকাশে নেই মেঘের খেলা। প্রচণ্ড খরতাপ বইছে। রোদের কারণে চোখ মেলানো যায় না। এরই মধ্যে ছুটে এসেছেন নবীন শিক্ষার্থীরা। গাছগাছালির ছায়ায় ঘেরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মুখরিত হয়ে উঠেছে।

আজ রোববার থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। পুরো ক্যাম্পাস নতুনদের পদচারণে উৎসবমুখর হয়ে ওঠে। প্রথম দিনে শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে প্রতিটি বিভাগ ও শ্রেণিকক্ষ নানা রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে; যেন রঙিন হয়ে উঠেছে নবীন শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৬টি অনুষদে ২২টি বিভাগের ১ হাজার ৫২০ আসনের মধ্যে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯৯ জন। ভর্তির সময় এখনো রয়েছে। নবীন শিক্ষার্থীদের অভিবাদন জানাতে কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও প্রতিটি বিভাগের নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছে।

Also Read: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফাইনালের প্রফের ফল প্রকাশ, পাস ৭৩%

প্রথম দিনের শিক্ষা কার্যক্রম শুরু হয় বেলা ১১টায়। নতুন নতুন মুখের প্রাণচাঞ্চল্যে মুখরিত প্রতিটি বিভাগ। সেই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ব্যস্ততাও প্রত্যক্ষ করা যায়। প্রতিটি বিভাগ বেলুন দিয়ে সাজানো হয়েছে।

চারটি একাডেমিক ভবন নতুনদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে। প্রতিটি বিভাগে বরণ করে নেওয়া হয় শিক্ষার্থীদের। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয়ের পর্ব চলে। নানা দিক নিয়ে শিক্ষকেরা আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীদের মুখ ছিল প্রাণোচ্ছল। সেই সঙ্গে অন্য রকম উজ্জ্বলতাও প্রকাশ পায় শিক্ষকদের মুখে।

কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তুহিন ওয়াদুদ প্রথম আলোকে বলেন, নবীনদের বরণে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ। প্রচণ্ড খরতাপের মধ্যেও গাছগাছালিতে ভরা সবুজ চত্বর নতুনদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে।

প্রতিটি বিভাগেই ছিল আনন্দ আর উৎসবমুখর পরিবেশ। জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী শরিফুল ইসলামের বাড়ি নীলফামারী জেলায়। তিনি বলেন, ‘উচ্চশিক্ষার জন্য আজ থেকে যাত্রা শুরু হলো। বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম ক্লাস যেন মিস না হয়, এ জন্য সকাল সকাল ছুটে এসেছি।’

Also Read: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম চাহিদার উর্দু, ফারসি, সংস্কৃত, পালিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর খরা

গণিত বিভাগের নবীন শিক্ষার্থী মারিয়া রহমানের বাড়ি রংপুর সদরের দর্শনা এলাকায়। তিনি বলেন, ‘প্রথম দিনের ক্লাস—এক অন্য রকম অনুভূতি। নতুন নতুন বন্ধু হবে। সুন্দর পরিবেশে যেন শিক্ষাজীবন শেষ করতে পারি—এমনটাই প্রত্যাশা করি।’ এমনি করে নানা অভিব্যক্তি ব্যক্ত করেছেন আরও অনেক শিক্ষার্থী।

উপাচার্য হাসিবুর রশীদ বলেন, ‘আজ প্রথম ক্লাস শুরু হলো। প্রতিটি বিভাগেই ঘুরে ঘুরে দেখতে আমারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাসের স্মৃতির কথা মনে পড়ল। আমি ক্যাম্পাসে নিয়মিত অবস্থান করি। সেশনজট নেই বললেই চলে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীরা তাদের শিক্ষাকার্যক্রম শেষ করতে পারবে।’

Also Read: অস্ট্রেলিয়ার গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ, বিনা মূল্যে পড়ার সঙ্গে ৩৪৪০০ ডলার আবাসন ভাতা