Thank you for trying Sticky AMP!!

হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট

প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিল যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি। তাঁর নাম ক্লোডিন গে। গত শুক্রবার ক্লোডিন গেকে নিয়োগ দেয় শিক্ষাপ্রতিষ্ঠানটি। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দেওয়া দ্বিতীয় নারী তিনি।

সিএনএন ও এনডিটিভির খবরে বলা হয়েছে, ম্যাসাচুসেটসের গভর্নর ও হার্ভার্ড গ্র্যাজুয়েট মাউরা হ্যালি প্রেসিডেন্ট হিসেবে ক্লোডিনের নিয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ক্লোডিন গে, প্রেসিডেন্ট হিসেবে আপনার দায়িত্বপ্রাপ্তি ঐতিহাসিক। আপনার প্রতি আমার শ্রদ্ধা ও সমর্থন রইল।’

Also Read: আইইএলটিএস ছাড়াই আবেদন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের যে যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাবেন সুযোগ

নারী প্রেসিডেন্ট ক্লোডিন তাঁর প্রথম ভাষণে বলেন, ‘আমি আজ আপনার সামনে দাঁড়িয়ে আছি, হার্ভার্ডের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনার প্রতি আমি শ্রদ্ধাশীল। আপনারা আমার প্রতি যে আস্থা রেখেছেন, তাতে উৎসাহিত হয়েছি। এ প্রতিষ্ঠানের প্রতি এবং উচ্চশিক্ষার প্রতি আপনাদের প্রতিশ্রুতিতে আমি অনুপ্রাণিত হয়েছি।’

ক্লোডিন গে আরও বলেন, এ বিশ্ববিদ্যালয় সাহস দেখিয়েছে সব প্রতিকূলতার বিরুদ্ধে  দাঁড়ানোর, বিশ্বকে এ নিয়ে প্রশ্ন করার এবং বিশ্বকে আরও ভালো করে গড়ে তোলার।

Also Read: বাংলাদেশে আইইএলটিএসর ‘ওয়ান স্কিল রিটেক’ চালু

১৬৪০ সালে প্রতিষ্ঠিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রেসিডেন্ট হলেন ক্লোডিন। তিনি ১৯৯৮ সালে সরকার ও রাজনীতি বিষয়ে হার্ভার্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে শিক্ষকতা শুরু করেন প্রতিষ্ঠানটিতে। এর আগে কলা ও বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব সামলেছেন ক্লোডিন।

Also Read: নিউজিল্যান্ডে ১১০ স্কলারশিপ, ২৯৫০০ ডলারের সঙ্গে নানান সুযোগ

Also Read: মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে বিনা মূল্যে পড়াশোনা, আইএলটিএসে ৬.৫ হলে আবেদন