নরসিংদী জেলার পলাশ উপজেলার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়টি সরকারি করা হয়েছে। সরকারি করার পর বিদ্যালয়টির নতুন নাম হয়েছে পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।
আজ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধি-বিধানের আলোকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।