রাজধানীর ফার্মগেটে গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের ফটকে দুপুরে লাগানো ছিল শিক্ষকদের কর্মবিরতির নোটিশ। ২ ডিসেম্বর
রাজধানীর ফার্মগেটে গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের ফটকে দুপুরে লাগানো ছিল শিক্ষকদের কর্মবিরতির নোটিশ। ২ ডিসেম্বর

মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, কাল পরীক্ষা শুরু

চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এই ঘোষণা দেয়ায় আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা চলবে। এই আন্দোলনের কারণে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অধিকাংশ বিদ্যালয়ে পরীক্ষা হয়নি। সমিতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কর্মবিরতি সাময়িক স্থগিতেরএই সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুত দাবি পূরণের জন্য কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।