Thank you for trying Sticky AMP!!

মোহাম্মদপুরে শায়খুল কুরআন মিলনায়তনে নূরানী তালিমুল কোরআন বোর্ডের সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ঢাকা, ১০ ডিসেম্বর

নুরানী বোর্ডের সমাপনী পরীক্ষার ফল প্রকাশ

নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ পরিচালিত তৃতীয় শ্রেণির ১৭তম সমাপনী পরীক্ষার ফল আজ রোববার প্রকাশিত হয়েছে। এবারের মোট পরীক্ষার্থী ছিল ৪৯ হাজার ৪৯৬ জন। পাস করেছে ৪৩ হাজার ৪৫২ জন। পাসের হার ৮৭ দশমিক ৭৯ শতাংশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৭৫২টি কেন্দ্রে এই সমাপনী পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষায় মেধাতালিকায় স্থান পেয়েছে ১২ জন। প্রথম হয়েছে ঢাকার রওজাতুল কোরআন মাদ্রাসার মোছা. মিম আক্তার, দ্বিতীয় হয়েছে খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসার হাবিবা ইরহা। আর তৃতীয় হয়েছে ১০ জন। তারা হলো ফেনীর সাইফুল ইসলাম, মো. শাবাজ, মো. আরাফাত হোসেন মজুমদার ও মো. ইমরান হোসেন। বাকিরা নোয়াখালীর হাবিবুর রহমান, ঢাকার সুলতানা পারভীন, আহনাফ আহসান ও মো. নাছিম মিয়া, চট্টগ্রামের তাহসিন আহমেদ, খুলনার ফারিহা জাবিন। তারা বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী।

এই ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন পরীক্ষা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন, পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।