Thank you for trying Sticky AMP!!

নতুন বই ছাপাতে কোনো সংকট নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি

আগামী শিক্ষাবর্ষে বই ছাপাতে কোনো ধরনের সংকট কিংবা সমস্যা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, গত বছর কাগজ, বিদ্যুৎসহ অন্য সংকট থাকলেও এ বছর তা নেই।

গতকাল শুক্রবার চাঁদপুর সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে প্রাথমিকের বই ছাপানোর টেন্ডার–প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাধ্যমিকেরও টেন্ডার–কাজ চলছে। টেন্ডার–কাজ সম্পন্ন করার জন্য কমিটি রয়েছে। সেসব কমিটিতে এ টেন্ডারগুলো যাচ্ছে এবং অনুমোদন হয়ে আসছে।’ আগামী শিক্ষাবর্ষে যথাসময়ে সব বই উপজেলাগুলোতে পৌঁছে যাবে এবং জানুয়ারির ১ তারিখে বই উৎসব করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দ্বন্দ্ব রয়েছে, এসব বিষয়ে আওয়ামী লীগ কী ধরনের উদ্যোগ নিয়েছে কিংবা নেবে কি না, এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। সাফল্যের সঙ্গে একটানা প্রায় ১৫ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে নেওয়া, মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, দেশের মান-মর্যাদা বৃদ্ধি এবং একটি উন্নত বিশ্বে যাওয়ার স্বপ্ন দেখছি।’

Also Read: টোয়েফলে ৮০, আইইএলটিএসে ৭ থাকলেই বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ

দীপু মনি আরও বলেন, ‘আওয়ামী লীগের প্রাণ তৃণমূল। আওয়ামী লীগের মতো বড় দলে অনেক যোগ্য প্রার্থী আছে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, তবে সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত। কিন্তু সেটি যেন আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে কিংবা নির্বাচনের ফলাফলকে কোনোভাবে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে।’ দ্বন্দ্ব নিরসনের জন্য কেন্দ্রীয়ভাবে কমিটি করে দেওয়া আছে জানিয়ে মন্ত্রী বলেন, এই কমিটি বিভাগ এবং প্রয়োজনে জেলা থেকেও উপজেলা পর্যায়ে দ্বন্দ্ব নিরসনে কাজ করছে।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

Also Read: অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয় দেবে ৪০০ বৃত্তি, নগদ অর্থের সঙ্গে চিকিৎসা–বিমানভাড়াও মিলবে