Thank you for trying Sticky AMP!!

দাখিলে মেধা ও সাধারণে বৃত্তি পেল ১৩৫০ শিক্ষার্থী, মাসে ৬০০ ও ৩০০ টাকা

এ বছরের দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১ হাজার ৩৫০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। তাদের মধ্য ৬০০ জন পাবে মেধাবৃত্তি। আর ৭৫০ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে। জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে যাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা গতকাল রোববার প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

Also Read: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম চাহিদার উর্দু, ফারসি, সংস্কৃত, পালিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর খরা

মেধাবৃত্তিপ্রাপ্তদের মাসিক ৬০০ টাকা দেওয়া হবে। বার্ষিক এককালীন দেওয়া হবে ১ হাজার ৫০ টাকা। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত দাখিল উত্তীর্ণদের জন্য প্রতি মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ৬০০ টাকা দেওয়া হবে।

আগামী দুই বছর বৃত্তির সুবিধা ভোগ করবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দিতে যেকোনো তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খুলতে বলেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

Also Read: বিনা খরচে নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, আবেদন করেছেন কি