বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ‘ইউজিসি বৈদেশিক মাস্টার্স/এমফিল/পিএইচডি বৃত্তি (UGC Overseas Masters/M.Phil/Ph.D Scholarship for University Teachers) নীতিমালা ২০২৫’ প্রণয়ন করেছে। এই নীতিমালার আলোকে বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে আবেদনপত্র আহ্বান করেছে।
১. দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষায়িত জ্ঞান ও যোগ্যতাসম্পন্ন বিশ্বমানের শিক্ষাবিদ ও গবেষক তৈরির উদ্দেশ্যে হলো ইউজিসি।
২. কমিশনের তালিকাভুক্ত বিদেশি বিশ্ববিদ্যালয় (ইউজিসির ওয়েবসাইটে আপলোড করা আছে) ব্যতীত যদি কোনো প্রার্থীর অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ/আংশিক স্কলারশিপ/অফার লেটার থাকে, তা (উপযুক্ত দলিল সাপেক্ষে) বিবেচনা করা হবে।
১. বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট www.ugc.gov.bd অথবা www.mygov.bd প্ল্যাটফর্ম থেকে অনলাইনে নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে (প্রয়োজনীয় কাগজপত্রসহ) নিচের স্বাক্ষরকারী মোছা. জেসমিন পারভীন, পরিচালক (চ.দা.) ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর হার্ডকপি ও সফটকপি ই-মেইল (icdivision.ugc@gmail.com, jesmin@ugc.gov.bd)-এ পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
২. বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ইউজিসিতে বৈদেশিক মাস্টার্স/এমফিল/পিএইচডি বৃত্তি (UGC Overseas Masters/M.Phil/Ph.D Scholarship for University Teachers) নীতিমালা ২০২৫ এবং বৃত্তি প্রদানের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের তালিকা কমিশনের ওয়েবসাইটে আপলোড করা রয়েছে।
৩. আবেদন করার শেষ তারিখ: ০৭/০৫/২০২৫।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: