পাবনা জেলা পরিষদ ২০২৪-২৫ অর্থবছরে পাবনা জেলার অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করবে।
জেনে রাখুন
১. ছাত্রছাত্রীদের পাবনা জেলার স্থায়ী নাগরিক হতে হবে;
২. আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী হতে হবে;
৩. সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
১. যাঁরা ২০২৪ সালে এসএসসি/এইচএসসি/ডিগ্রি/অনার্স/সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন।
২. ছাত্রছাত্রীদের ২০২৪ সালে এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং ডিগ্রি/অনার্স/সমমানের পরীক্ষায় জিপিএ ৪.০০–এর মধ্যে ন্যূনতম ৩.৫০ পেতে হবে।
৩. যাঁরা ২০২৪ সালের আগে বা পরে উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের আবেদন বিবেচনা করা হবে না।
যা লাগবে
১. আবেদনপত্রের সঙ্গে মূল নম্বরপত্রের ফটোকপি, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারিশ ও প্রত্যয়নপত্র, ইউনিয়ন পরিষদ, পৌরসভা কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি এবং অভিভাবকের আয়ের উৎস ও বার্ষিক আয়বিষয়ক প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।
২. আবেদনপত্র নিজ হাতে পূরণ করতে হবে।
৩. আবেদন ফরম জেলা পরিষদের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং জেলা পরিষদ পাবনা সংগ্রহ করা যাবে।
৪. আবেদনপত্র জমার শেষ সময়: ৩১/০৫/২০২৫, বিকেল ৫টা।
বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট: www.zppabna.gov.bd