Thank you for trying Sticky AMP!!

অক্সফোর্ডের ক্ল্যারেন্ডন স্কলারশিপ, বিনা বেতনের সঙ্গে মিলবে ১৭৬৬৮ পাউন্ড

বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে পছন্দের তালিকার দেশ যুক্তরাজ্য। প্রতিবছর হাজারো শিক্ষার্থী পড়তে যান দেশটিতে। তাঁদের মধ্যে কেউ কেউ স্কলারশিপ নিয়ে পড়তে যান। তেমন একটি স্কলারশিপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্ল্যারেন্ডন স্কলারশিপ

২০০১ সালে প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ল্যারেন্ডন ফান্ডের কাজ শুরু হয়। প্রতিভাবান শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তার জন্য বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা মাস্টার্স এবং পিএইচডির বিভিন্ন বিষয়ে বিনা খরচে পড়াশোনার পাশাপাশি অনেক সুযোগ-সুবিধা পান। ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এ বৃত্তির জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

Also Read: অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয় দেবে ৪০০ বৃত্তি, নগদ অর্থের সঙ্গে চিকিৎসা–বিমানভাড়াও মিলবে

সুযোগ-সুবিধা
*পড়াশোনায় সম্পূর্ণ টিউশন ফি মিলবে এ বৃত্তিতে।
*আবাসন সুবিধা।
*খণ্ডকালীন শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের একাডেমিক কোর্স ফি প্রদান করা হবে।
*এসবের পাশাপাশি ১৭ হাজার ৬৬৮ পাউন্ড মিলবে এ বৃত্তি পেলে।

আবেদনের যোগ্যতা
*আবেদনকারীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
*একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
*যেকোনো বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
*আবেদনকারীকে অবশ্যই ফুলটাইম অথবা পার্টটাইম পিএইচডি এবং মাস্টার্সের যেকোনো কোর্সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে।

Also Read: টোয়েফলে ৮০, আইইএলটিএসে ৭ থাকলেই বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ

আবেদনের প্রক্রিয়া
ক্ল্যারেন্ডন স্কলারশিপের জন্য আবেদনকারীকে আলাদাভাবে কোনো ধরনের আবেদনপত্র জমা দিতে হবে না। শিক্ষার্থীরা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি এবং মাস্টার্সের জন্য আবেদন করলেই এ স্কলারশিপের প্রার্থী হতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। কোনো শিক্ষার্থী যদি স্কলারশিপ অফার গ্রহণ না করেন, ভবিষ্যতে অক্সফোর্ডে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে

Also Read: সিঙ্গাপুরে ৫ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, মাসে ২২০০ সিঙ্গাপুরি ডলারের সঙ্গে আবাসন-টিউশন ফ্রি