শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে আবেদনের সময় বৃদ্ধি

ষষ্ঠ, নবম (বিশেষ ক্ষেত্রে) ও একাদশ, আলিম (সমমান) প্রথম বর্ষের উপবৃত্তিযোগ্য শিক্ষার্থীর তথ্য এইচএসপি সফটওয়্যারে আবেদন পাঠানোর সময় বাড়ানো হয়েছে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ১৫ মে পর্যন্ত আবেদন পাঠানো যাবে। একই সঙ্গে এ আবেদন উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চূড়ান্ত অনুমোদনের জন্য ২০ মের মধ্যে এইচএসপিতে পাঠাবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল রোববার প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এ–সংক্রান্ত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষ এবং শিক্ষাবর্ষের ষষ্ঠ, নবম (বিশেষ ক্ষেত্রে) ও সমমান শ্রেণিতে শিক্ষার্থীদের তথ্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসপি সফটওয়্যারে এন্ট্রি ও উপজেলায় পাঠানোর সময়সীমা ছিল ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত। কিন্তু বিশেষ বিবেচনায় এ সময় আগামী ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসপি সফটওয়্যারে তথ্য এন্ট্রি এবং পাঠানোর অপশন ১৫ মে রাত ১২টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

এ ছাড়া সব উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠানো তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য এইচএসপিতে পাঠানোর সময় ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।