Thank you for trying Sticky AMP!!

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আবেদন আইইএলটিএসে ৬.৫ হলেই

বিদেশি শিক্ষার্থীরা এ বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

কানাডার অন্যতম একটি বিশ্ববিদ্যালয় সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়। এটি দেশটির কৃষিশিক্ষা ও গবেষণার অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়টি ২০২৪ সালে কানাডাসহ সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তির ঘোষণা দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। এ আবেদন জানুয়ারি ২০২৪-এ শুরু হতে যাওয়া উইন্টার ইনটেকের জন্য।

ইংরেজি ভাষাভাষী দেশের প্রার্থীদের আইইএলটিএস, টোফেল বা অন্যান্য স্কোর না থাকলেও হবে

Also Read: কমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৩২ হাজার টাকা

আবেদনের সময়সীমা

বিদেশি শিক্ষার্থীরা এ বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর কানাডার নাগরিকেরা এ বছরের ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে

অনলাইনে আবেদনের সব কাজ নিজেকেই করতে হবে। সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে করা যাবে আবেদন।

Also Read: চীনের ছয় বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদেরও

ইংরেজি ভাষাভাষী দেশের প্রার্থীদের আইইএলটিএস, টোফেল বা অন্যান্য স্কোর না থাকলেও হবে

Also Read: মিসরে বৃত্তি নিয়ে স্নাতক-স্নাতকোত্তরে পড়ার সুযোগ

ভাষাগত দক্ষতা

ইংরেজি ভাষাভাষী দেশের প্রার্থীদের আইইএলটিএস, টোফেল বা অন্যান্য স্কোর না থাকলেও হবে। কিন্তু ইংরেজি ভাষাভাষীর বাইরের দেশের নাগরিকদের আইইএলটিএসএ ৬ দশমিক ৫ অথবা টোয়েফেল ৮৬ অথবা পিটিইতে ৬৩ অথবা ডুয়োলিঙ্গে ১১০ পেতে হবে।

Also Read: আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আরবি ভাষায় দক্ষ শিক্ষার্থীদের সুযোগ

  • নিজে আবেদনের লিংক

  • অনলাইনে নিজেই আবেদন করতে চাইলে ভিজিট করুন: লিংকে

  • ন্যূনতম যোগ্যতা জানতে ভিজিট করুন: Minimum admission requirements লিংকে।
    বিশ্ববিদ্যালয় প্রতিনিধির মাধ্যমে আবেদন করা যাবে। নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওই বিশ্ববিদ্যালয়ে নিজ দেশের প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করে আবেদন করা যাবে। এ জন্য লিংকে ভিজিট করতে হবে।

  • বৃত্তি-সম্পর্কিত আরও তথ্য জানতে ঢুঁ মারতে পারেন লিংকে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে জানতে ক্লিক করুন এই ঠিকানায়।