Thank you for trying Sticky AMP!!

ইউনিসেফে ফেলোশিপের সুযোগ, মাসে ৩৫০০ ডলারের সঙ্গে মিলবে অন্য সুযোগ

‘দ্য ফ্লেক্স ইয়াং ভিসিটিং রিসার্স ফেলোশিপ প্রোগ্রাম’ ছয় মাসের

বিশ্বের ১৯০টির বেশি দেশে কাজ করে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য, তাদের অধিকারের জন্য, তাদের সাহায্য করতে কাজ করে যাচ্ছে ইউনিসেফ। সংস্থাটি শিশুদের প্রতিটি দিনকে সুন্দর করতে নানা উদ্যোগ নেয়। বিশ্বের প্রত্যেক শিশুর অধিকার রক্ষায়, অসহায় শিশুদের পাশে দাঁড়াতে, তাদের নিয়ে গবেষণা করতে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর শিশুদের নিয়ে গবেষণার জন্য ফেলোশিপ দিচ্ছে সংস্থাটি। এই ফেলোশিপ প্রোগ্রামের কেতাবি নাম ‘দ্য ফ্লেক্স ইয়াং ভিসিটিং রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম’। ছয় মাসের জন্য এ প্রোগ্রামে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Also Read: পড়া শেষে নিউজিল্যান্ডে চাকরি করতে চান

প্রোগ্রামের নাম: দ্য ফ্লেক্স ইয়ং ভিসিটিং রিসার্স ফেলোশিপ প্রোগ্রাম।

কর্মএলাকা: ফ্লোরেন্স, ইতালি

ফেলোশিপের ধরন: এডুকেশন, নলেজ ম্যানেজম্যান্ট (Education, Knowledge Management)

ফেলোশিপের মেয়াদ: ছয় মাস (তবে বর্ধিত হওয়ার সুযোগ আছে)।

এই ফেলোশিপে মাসে ৩৫০০ ডলারের সঙ্গে মিলবে নানা সুযোগ সুবিধা

ফেলোশিপের সুযোগ–সুবিধা

  • এই ফেলোশিপ পেলে মাসে ৩৫০০ ডলার মিলবে;

  • বিমানভাড়া অন্তর্ভুক্ত

  • মেডিকেল ভাতাও আছে

  • প্রয়োজনীয় আবাসিক সুবিধা

Also Read: জার্মানিতে ফ্রেডরিখ ইবার্ট বৃত্তি, স্বাস্থ্যবিমার সঙ্গে মাসে মিলবে ১২০০ ইউরো

আবেদনের শেষ তারিখ: ২৩ জুন ২০২৩

আবেদনের বিস্তারিত জানতে ঢু মারতে পারেন এখানে।