বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের বাস্তবায়ন করা শিল্প প্রতিযোগিতামূলক এবং উদ্ভাবন প্রোগ্রামের জন্য দক্ষতা (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ আয়োজন হতে যাচ্ছে। এ উদ্যোগে সহায়তা করছে প্রাইম ব্যাংক।
উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কোর্সের মেয়াদ এক মাস। সময় ১০০ ঘণ্টা। বিনা মূল্যে এই প্রশিক্ষণের জন্য আবেদন করা যাবে ১২ জুলাই পর্যন্ত।
*প্রশিক্ষণ পাবেন প্রতি ব্যাচে ২৫ জন
প্রাইম ব্যাংকের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীকে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যাচে ২৫ জন, সপ্তাহে ৫ দিন ৫ ঘণ্টা করে ক্লাস হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্ভাবনী, আমদানি বিকল্প ও রপ্তানিযোগ্য উদ্যোগকে প্রাধান্য দেওয়া হবে। ব্যবসায়িক পরিকল্পনায় মেন্টরশিপ ও ব্যবসায় সম্প্রসারণে ব্যাংকঋণ বা বিনিয়োগ সহায়তা করা হবে।
যোগ্যতা ও শর্তাবলি
*প্রশিক্ষণার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা সমমান পাস।
*বয়স সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৫৫ বছর।
*যাঁরা ব্যবসা শুরু করেছেন বা করতে চান বা যাঁদের ব্যবসায়ের উদ্যোক্তা ধারণা আছে বা বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোক্তা বা ব্যবসায় পরিকল্পনা আছে।
*পূর্ববতী এসআইসিআইপি প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
*সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিক যাচাই শেষে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে এবং শিক্ষাগত সনদ ও মার্কশিট প্রশিক্ষণকালীন জমা রাখা হবে।
আবেদনের নিয়ম
প্রশিক্ষণ নিতে আগ্রহীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (www.bb.org.bd) SME Portal/SICIP ট্যাব থেকে Business Feasibility Report Template ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণ করা ফরম সংযুক্তিসহ স্ক্যান করে primebankofficial1995@gmail.com ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।