Thank you for trying Sticky AMP!!

সিঙ্গাপুরে ৫ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, মাসে ২২০০ সিঙ্গাপুরি ডলারের সঙ্গে আবাসন-টিউশন ফ্রি

উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দেয় সিঙ্গাপুর সরকার। এর মধ্যে অন্যতম একটি বৃত্তি ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’। সিঙ্গা নামের এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের বিনা মূল্যে পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ আছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর।

* এককালীন ১০০০ সিঙ্গাপুর ডলার আবাসনে
* মাসে ২ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার
* বিমানের টিকিটের জন্য ১ হাজার ৫০০ সিঙ্গাপুরি ডলার

সুযোগ-সুবিধাগুলো—
* শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতি মাসে ২ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশি টাকায় ১ লাখ ৭৭ হাজার ২৯৫ টাকা।
* আবাসন ভাতা হিসাবে এককালীন ১ হাজার সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮০ হাজার ৫০০ টাকা) প্রদান করবে।
* বিমানে আসা-যাওয়ার টিকিট পাবেন শিক্ষার্থীরা। এ জন্য ১ হাজার ৫০০ সিঙ্গাপুরি ডলার পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ২০ হাজার ৮৮২ টাকা।
*মেডিকেল ইনস্যুরেন্সসহ অন্যান্য সুবিধাও মিলবে এই বৃত্তিতে।

Also Read: যুক্তরাষ্ট্রের সিমন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, জিপিএ ৩.৩ হলেই আবেদন

আবেদনের যোগ্যতাগুলো—    
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
* স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
*আইএলটিএস/টোয়েফেল/স্যাট ১ ও ২-এর ফলের সনদ (যদি থাকে) ভর্তির সময়ে বিশ্ববিদ্যালয়গুলো চাইতে পারে।
* রেফারেন্স লেটার দুটি।

আবেদনের শেষ কবে
চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Also Read: যুক্তরাষ্ট্রের সিমন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, জিপিএ ৩.৩ হলেই আবেদন