Thank you for trying Sticky AMP!!

নিউজিল্যান্ড দেবে ১১০ স্কলারশিপ, ২৯৫০০ ডলারের সঙ্গে নানান সুযোগ

আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের পাশাপাশি নিউজিল্যান্ডের প্রতিও আগ্রহ আছে বিদেশি শিক্ষার্থীদের। দেশটি নানা বৃত্তি দেয় বিদেশি শিক্ষার্থীদের। এর অন্যতম একটি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের ডক্টরাল স্কলারশিপ।

বিদেশি শিক্ষার্থীদের পাশাপাশি ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরাও নিউজিল্যান্ডের সম্পূর্ণ অর্থায়নের এই পিএইচডি বৃত্তির জন্য যোগ্য। এ বৃত্তির আওতায় ১১০ জন বিদেশি শিক্ষার্থী এ বৃত্তি পাবেন।

Also Read: সুইজারল্যান্ডে বৃত্তি নিয়ে পড়াশোনা, মাসে ২ লাখ টাকার সঙ্গে অন্যান্য সুবিধা

পড়ার ক্ষেত্র

  • স্থাপত্য, ব্যবসায় এবং সরকার, নকশা, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন, সংগীত, প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন ও গবেষণা করা যাবে।

Also Read: অক্সফোর্ডে ২০০টি শতভাগ স্কলারশিপ, সঙ্গে ১৭৬৬৮ পাউন্ডসহ নানা সুবিধা

বৃত্তির সুযোগ–সুবিধা

  • স্কলারশিপে তিন বছরের টিউশন ফি মিলবে;

  • বছরে ২৯ হাজার ৫০০ ডলার করে উপবৃত্তি।

আবেদনের যোগ্যতা

  • আগ্রহী আবেদনকারীর ভালো একাডেমিক প্রোফাইল থাকতে হবে;

  • আবেদনকারী শিক্ষার্থীর একাডেমিক রেফারেন্স থাকতে হবে;

  • শিক্ষর্থীকে অবশ্যই উচ্চমানের গবেষণা চালিয়ে যাওয়ার জন্য আগ্রহ ও সম্ভাবনা থাকতে হবে; আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা থাকতে হবে।

Also Read: মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে বিনা মূল্যে পড়াশোনা, আইএলটিএসে ৬.৫ হলে আবেদন

আবেদনের প্রক্রিয়া

ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের ডক্টরাল স্কলারশিপে আবেদনে সব প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। নির্বাচিত স্কলারদের ছয় থেকে আট সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডের সম্পূর্ণ অর্থায়নে পিএইচডি বৃত্তি দেওয়া হবে। আবেদনের কয়েকটি ধাপ লক্ষ্য করতে হবে।

Also Read: স্কুলে শিক্ষকের হাতে মার খাওয়া পাকিস্তানের সিস্টার জেফই বিশ্বের সেরা শিক্ষকের তালিকায়

আবেদনের শেষ তারিখ

এ বৃত্তির জন্য বছরে তিনবার আবেদন করা যায়। প্রতি বছরের ১ মার্চ, ১ জুলাই ও ১ নভেম্বরে আবেদন করা যায়।

আবেদনের বিস্তারিত তথ্যের জন্য এ ঢুঁ মারতে হবে।