আইডিপি (IDP) থেকে আইইএলটিএস পরীক্ষা দিয়ে স্কলারশিপ জেতার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। এ স্কলারশিপ পাঁচ হাজার টাকার। ফেব্রুয়ারির মধ্যে আইইএলটিএস পরীক্ষা দিয়ে ওভারঅল স্কোর ৬ দশমিক ৫ হলে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
জানুয়ারি বা ফেব্রুয়ারির পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে ৩১ জানুয়ারির মধ্যে। আইডিপি থেকে কম্পিউটারভিত্তিক আইইএলটিএস পরীক্ষার ফলাফল শিক্ষার্থীরা পেয়ে যান ২৪ ঘণ্টার মধ্যেই। এর সঙ্গে প্রস্তুতির জন্য উপকরণও মেলে। ফ্রি মডেল টেস্ট বুক ও অডিও বুকও পান শিক্ষার্থীরা।