২০২১ সালের আইফোন ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে নানা বিভাগে বিজয়ী হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোকচিত্রী
২০২১ সালের আইফোন ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে নানা বিভাগে বিজয়ী হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোকচিত্রী

আইফোনে তোলা সেরা ছবির তালিকায় বাংলাদেশিও আছেন

প্রথম আইফোন বাজারে আসে ২০০৭ সালে। সে থেকে প্রতিবছর আইফোনে তোলা সেরা ছবি নির্বাচন করে বিভিন্ন বিভাগে আলোকচিত্রীদের পুরস্কৃত করে আইফোন ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ। এবার ছিল প্রতিযোগিতাটির ১৪তম আসর। আয়োজকদের ভাষায়, জমা পড়া হাজারো ছবি থেকে বিজয়ী নির্বাচন করা হয়।

২০২১ সালের আইফোন ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে বর্ষসেরা আলোকচিত্রী নির্বাচিত হয়েছেন হাঙ্গেরির ফটোসাংবাদিক ইস্তভান কেরেকেশ। তাঁর তোলা ‘ট্র্যানসিলভানিয়ান শেফার্ডস’ গ্র্যান্ড প্রাইজ জিতে নিয়েছে।

প্রতিযোগিতায় আরও তিনটি ছবির আলোকচিত্রীকে বিজয়ী ঘোষণা করা হয়। সেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ভারতের স্মরণ শেটি, চীনের ড্যান লিউ ও যুক্তরাষ্ট্রের জেফ রায়নার।

এর বাইরে আরও ১৭টি বিভাগে ৩ জন করে বিজয়ীর নাম ঘোষণা করে আয়োজক কর্তৃপক্ষ। সেখানে লাইফস্টাইল বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী মাহাবুব হোসেন খান।

২০০৭ সাল থেকে আইফোন ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের মাধ্যমে আলোকচিত্রীদের পুরস্কৃত করা হচ্ছে। আগামী বছরের প্রতিযোগিতার জন্য ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত ছবি জমা দেওয়া যাবে। ছবি জমা দেওয়ার কোনো সীমা নেই, তবে খরচ আছে। একটি ছবির জন্য সাড়ে পাঁচ ডলার জমা দিতে হবে। ছবি যত বেশি হবে, প্রতিছবির খরচ তত কমতে থাকবে। বিজয়ীদের পুরস্কার ও অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এখানে

আইফোন ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ছবিগুলো এখানে প্রকাশিত হলো।

ইস্তভান কেরেকেশ (হাঙ্গেরি)

গ্র্যান্ড প্রাইজ বিজয়ী

রোমানিয়ার ট্র্যানসিলভানিয়ার তারগু মুরেশ থেকে ‘ট্র্যানসিলভানিয়ান শেফার্ডস’ শীর্ষক ছবিটি তোলেন তাঁর আইফোন ৭ মডেলের স্মার্টফোনে

স্মরণ শেটি (ভারত)

বর্ষসেরা আলোকচিত্রীদের তালিকায় প্রথম

আইফোন টেনে ‘বন্ডিং’ শিরোনামের ছবিটি আজারবাইজানের রাজধানী বাকুতে তুলেছেন

ড্যান লিউ (চীন)

বর্ষসেরা আলোকচিত্রীদের তালিকায় দ্বিতীয়

চীনের কিনঘাই থেকে ‘আ ওয়াক অন মার্স’ শিরোনামের ছবিটি তোলা হয় আইফোন ১১ প্রো ম্যাক্সে

জেফ রায়নার (যুক্তরাষ্ট্র)

বর্ষসেরা আলোকচিত্রীদের তালিকায় তৃতীয়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস ফেলিজ থেকে ‘সাইড-ওয়াকিং অন এয়ার’ শিরোনামের এই ছবি তুলেছেন আইফোন টেনে

মাহাবুব হোসেন খান (বাংলাদেশ)

লাইফস্টাইল বিভাগে প্রথম

আইফোন টেনএস স্মার্টফোনে ‘দ্য ওল্ড জিম’ নামের ছবিটি ঢাকায় তোলেন তিনি

প্রতিযোগিতায় নানা বিভাগে বিজয়ী আরও কিছু চমৎকার ছবি দেখি চলুন

চিলড্রেন বিভাগে দ্বিতীয়। ডিভাইস: আইফোন ১১ প্রো
অন্যান্য বিভাগে প্রথম। ডিভাইস: আইফোন ৭
চিলড্রেন বিভাগে প্রথম। ডিভাইস: আইফোন ৭ প্লাস
প্রকৃতি বিভাগে প্রথম। ডিভাইস: আইফোন টেন
সিটি লাইফ বিভাগে প্রথম। ডিভাইস: আইফোন টেন
ল্যান্ডস্ক্যাপ বিভাগে প্রথম। ডিভাইস: আইফোন টেনআর
পিপল বিভাগে প্রথম। ডিভাইস: আইফোন টেন
পোর্ট্রেট বিভাগে দ্বিতীয়। ডিভাইস: আইফোন টেনএস
অ্যানিমেলস বিভাগে দ্বিতীয়। ডিভাইস: আইফোন টেনএস
পোর্ট্রেট বিভাগে প্রথম। ডিভাইস: আইফোন ১২ প্রো
সূর্যাস্ত বিভাগে দ্বিতীয়। ডিভাইস: আইফোন ৭ প্লাস
অ্যানিমেলস বিভাগে তৃতীয়। ডিভাইস: আইফোন টেনআর