Thank you for trying Sticky AMP!!

নতুন রূপে আসছে ম্যাকবুক প্রো

নতুন ম্যাকবুক প্রো নিয়ে কাজ করছে অ্যাপল।

মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল চলতি বছরে এইচডিএমআই পোর্ট ও এসডি কার্ড রিডারযুক্ত  নতুন ম্যাকবুক প্রো মডেল বাজারে ছাড়তে পারে। অ্যাপল পণ্যের প্রখ্যাত বিশ্লেষক মিং সি কুয়ো এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, নতুন ম্যাকবুক প্রোর নকশা অনেকটাই বদলে যাবে। এ ছাড়া যন্ত্রাংশেও পরিবর্তন আসবে।

এর আগে গত মাসে কুয়ো নতুন ম্যাকবুক নিয়ে তাঁর পূর্বাভাসে বলেছিলেন, অ্যাপল ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চি মাপের দুটি সংস্করণের ম্যাকবুক প্রো নিয়ে কাজ করছে। এই ম্যাকবুকের নকশা অনেকটাই আইফোন ১২ মডেলের মতো ফ্ল্যাট হতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার বলেছে, এবারের নতুন ম্যাকবুক প্রোর মডেলে বেশ কিছু পরিবর্তন চোখে পড়বে। বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপল এই ল্যাপটপ বাজারে ছাড়তে পারে।  

নতুন ম্যাকবুক প্রোতে অ্যাপল তাদের নিজস্ব এম১ বা এম১এক্স প্রসেসর ব্যবহার করতে পারে। তবে এতে ওএলইডি টাচবার বাদ যাবে। এর পরিবর্তে ফিরবে ফিজিক্যাল ফাংশন কি।

নতুন ল্যাপটপে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টের পরিবর্তে ম্যাগসেফ চার্জিং কানেক্টর ব্যবহৃত হবে। অ্যাপলের নতুন ল্যাপটপ নিয়ে গুঞ্জন থাকলেও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। এর আগে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের সিলিকন প্রসেসর চালিত ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চি মডেলের ম্যাকবুক প্রো নিয়ে নানা গুঞ্জন চলছে। শিগগিরই এ ল্যাপটপ বাজারে আসতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, ১৬ ইঞ্চি মাপের ম্যাকবুক প্রো মডেলটি আগের চেয়েও হালকা-পাতলা হতে পারে। এ আগে গত বছরের নভেম্বরে ১২ কোরের অ্যাপল এমওয়ানএক্স প্রসেসর দিয়ে ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো বাজারে আসার গুঞ্জন ওঠে। এর আগে ম্যাকবুক ১৪ নিয়েও গুঞ্জন ওঠে।