Thank you for trying Sticky AMP!!

বিটকয়েনে কেনা যাবে টেসলার গাড়ি

আপাতত কেবল যুক্তরাষ্ট্রে বিটকয়েনে টেসলা গাড়ি কেনার সুবিধা চালু হচ্ছে

বিটকয়েনের বিনিময়ে কেনা যাবে বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলার গাড়ি। মার্কিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক টুইটারে এক পোস্টে তা নিশ্চিত করেছেন।

বিটকয়েনের বড় পৃষ্ঠপোষক ইলন মাস্ক। টুইটারে এ নিয়ে মাঝেমধ্যেই লেখেন। আর এবার দিলেন বিটকয়েনের বিনিময়ে গাড়ি কেনার ঘোষণা।

তবে সমস্যা হলো, বিটকয়েনের বিনিময়মূল্য খুব দ্রুত ওঠানামা করে। এতে বিটকয়েনে কেনা টেসলা গাড়িগুলোর ডলারে বা অন্য কোনো মুদ্রায় মূল্যনির্ধারণে ঝামেলা পোহাতে হতে পারে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এর আগে বিটকয়েনে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করে টেসলা। সে সময়েই ঘোষণা আসে, ভবিষ্যতে টেসলার গাড়িও কেনা যাবে ভার্চ্যুয়াল এই মুদ্রায়। সে ঘটনার পরই বিটকয়েনের বিনিময়মূল্য বাড়তে থাকে। একপর্যায়ে ৬০ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যায়।

ইলন মাস্ক নিশ্চিত করেছেন, বিটকয়েনে পরিশোধিত মূল্য বিটকয়েন হিসেবেই রাখবে টেসলা, অন্য কোনো মুদ্রায় রূপান্তর করবে না। মাস্কের ভাষায়, বিটকয়েনে মূল্য পরিশোধের জন্য নিজস্ব সফটওয়্যার ব্যবহার করবে টেসলা। সে সফটওয়্যার সরাসরি বিটকয়েনের নোড পরিচালনা করতে পারবে। নোড মূলত বিটকয়েনে লেনদেন পরিচালনাকারী কম্পিউটার।

যুক্তরাষ্ট্রে ১০০ ডলার মূল্যের বিটকয়েন জমা দিয়ে নতুন টেসলা গাড়ির ফরমাশ জানানো যাবে। সামনের দিনগুলোতে সে সুবিধা অন্যান্য দেশেও পাওয়া যাবে।