Thank you for trying Sticky AMP!!

মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান হচ্ছে শিক্ষা

সঠিক উত্তর  অংশ-৭
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর।
অধ্যায়-৫
৮. দক্ষতা ছাড়া বিদেশে কাজ করতে যাওয়ার ফলাফল কী হতে পারে?
ক. অধিক লাভ হওয়া
খ. বেকারত্ব মোচন
গ. নতুন কাজের সন্ধান
ঘ. প্রতারিত হওয়া
উত্তর: ঘ. প্রতারিত হওয়া
৯. জনসংখ্যা সমস্যা সমাধান করতে শিক্ষার সঙ্গে নিচের কোনটির প্রয়োজন?
ক. খাদ্য সরবরাহ খ. বাসস্থান
গ. কর্মসংস্থান ঘ. প্রশিক্ষণ
উত্তর: ঘ. প্রশিক্ষণ
১০. কোনটি আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করে না?
ক. অনুপযুক্ত বাসস্থান
খ. মানসম্মত জীবনযাপন
গ. সুষম খাবার ঘ. পুষ্টিকর খাবার
উত্তর: ক. অনুপযুক্ত বাসস্থান
১১. আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেব?
ক. সেবার খ. খাবারের
গ. শিক্ষার ঘ. কাজের
উত্তর: ঘ. কাজের
১২. তোমার গ্রামের লোকদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হলে কী দরকার?
ক. সুষ্ঠু পরিকল্পনা
খ. ইচ্ছামতো কাজ করা
গ. চাকরিতে নিয়োগ বৃদ্ধি
ঘ. অধিক পরিবার গঠন
উত্তর: ক. সুষ্ঠু পরিকল্পনা
১৩. কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত লোক বিদেশে গেলে কী হবে?
ক. কাজের সুযোগ
খ. বেশি বৈদেশিক মুদ্রা অর্জন
গ. অধিক জনসংখ্যার অনুপ্রেরণা
ঘ. দেশ থেকে বিদেশে অর্থ পাচার
উত্তর: খ. বেশি বৈদেশিক মুদ্রা অর্জন
১৪. কোনো একটি দেশ থেকে মানবসম্পদ রপ্তানির মূলভিত্তি কী?
ক. শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধি
খ. শিক্ষা বৃদ্ধি গ. কাজের সন্ধান
ঘ. কাজের মূল্যায়ন
উত্তর: ক. শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধি
১৫. মানব সম্পদ উন্নয়নের মূল উপাদান কী?
ক. শিক্ষা খ. শ্রম গ. সম্পদ ঘ. কাজ
উত্তর: ক. শিক্ষা।
১৬. একটি দেশের অন্যতম সম্পদ কারা বলে তুমি মনে কর?
ক. বেকার ব্যক্তি খ. ব্যবসায়ী
গ. শিক্ষিত জনগোষ্ঠী ঘ. নারী শ্রমিক
উত্তর: গ. শিক্ষিত জনগোষ্ঠী
১৭. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের তিনটি উপাদান রয়েছে। তৃতীয় উপাদান কোনটি?
ক. জনসম্পদ খ. মূলধন
গ. প্রাকৃতিক সম্পদ ঘ. জনগণ
উত্তর: খ. মূলধন
১৮. মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান কোনটি বলে তুমি মনে করো?
ক. ব্যবসা খ. শিক্ষা
গ. বৈদেশিক মুদ্রা ঘ. দক্ষতা বৃদ্ধি
উত্তর: খ. শিক্ষা
অধ্যায়-৬
১. তোমার এলাকার জলবায়ু নির্ণয় করতে গেলে তোমাকে কত বছরের আবহাওয়ার অবস্থা সম্পর্কে ধারণা রাখতে হবে?
ক. ১০ খ. ১৫ গ. ২৫ ঘ. ৩০ বছর
উত্তর: ঘ. ৩০ বছর
২. জলবায়ু পরিবর্তনে নিচের কোনটি ভূমিকা রাখে না?
ক. যানবাহনের ধোঁয়া
খ. নদী ধ্বংস হওয়া
গ. জলাধার ভরাট করা
ঘ. বয়স্ক ভাতা হ্রাস করা
উত্তর: ঘ. বয়স্ক ভাতা হ্রাস করা
৩. তুমি কক্সবাজার এলাকার অধিবাসী। তোমার এলাকার কৃষিজমির লবণাক্ততা বৃদ্ধির কারণ হিসেবে কী মনে কর?
ক. অতি বৃষ্টি
খ. বাতাসের গতি পরিবর্তন
গ. আর্দ্রতা পরিবর্তন
ঘ. জলবায়ু পরিবর্তন
উত্তর: ঘ. জলবায়ু পরিবর্তন।


পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল