Thank you for trying Sticky AMP!!

সরকারের মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে প্রথম ‘তথ্যপ্রযুক্তি বিভাগ’

তথ্যপ্রযুক্তি বিভাগ

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ (আইসিটি) সবচেয়ে বেশি নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যপ্রযুক্তি বিভাগ এ তথ্য জানায়।

২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদনে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯৪ দশমিক ৯৭ নম্বর পেয়ে প্রথম হয় তথ্যপ্রযুক্তি বিভাগ। বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নের ৭৬টি সূচকের মধ্যে ৬৫টিতে শতভাগ সফলতা অর্জন করেছে সরকারের এ বিভাগ।

সরকারি প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে এই এপিএ প্রবর্তন করা হয়।

তথ্যপ্রযুক্তি বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অর্জনের জন্য আধা সরকারি পত্রের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম তথ্যপ্রযুক্তি বিভাগকে শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিষয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, পৃথিবীর অনেক দেশ থেকে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে আছে। গত ১২ বছরে তথ্যপ্রযুক্তি খাতের যথাযথ অবকাঠামো গড়ে ওঠার কারণে কোভিড-১৯ মহামারিতেও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আদালত ও সরবরাহব্যবস্থা সচল রাখা সম্ভব হয়েছে।

করোনা পরিস্থিতিতে তথ্যপ্রযুক্তি বিভাগের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি খাত এগিয়ে চলছে। বর্তমানে রাজধানীর সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব এলাকার মধ্যে ডিজিটালি কোনো দূরত্ব নেই।