Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২২ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৫১. কেন্দ্রবিন্দুতে অর্থায়নের সঙ্গে কোন বিষয়টি জড়িত?

ক. বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার বিষয়

খ. মুনাফা সর্বাধিকরণের বিষয়

গ. সামাজিক দায়বদ্ধতার বিষয়

ঘ. সম্পদ সর্বাধিকরণের বিষয়

৫২. জামানতবিহীন অর্থসংস্থান নিচের কোনটি?

ক. স্বল্পমেয়াদি

খ. মধ্যমেয়াদি

গ. দীর্ঘমেয়াদি

ঘ. স্বল্প ও দীর্ঘমেয়াদি

৫৩. ‘অর্থায়ন’ দ্বারা বোঝানো হয় —

i. অর্থ সংগ্রহ

ii. বিনিয়োগ

iii. মুনাফা বিতরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. অর্থায়নের মৌলিক সিদ্ধান্তের মধ্যে অন্যতম—

i. বিনিয়োগ সিদ্ধান্ত

ii. অর্থায়ন সিদ্ধান্ত

iii. প্রতিস্থাপন সিদ্ধান্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৫. অর্থায়নকে বাহ্যিক সংযোগ রক্ষা করতে হয় —

i. সরকারি সংস্থাসমূহের সঙ্গে

ii. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে

iii. মূলধন বাজারের সঙ্গে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৬. মূলধন বাজেটিং সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনা করা হয় —

i. অর্থের সময় মূল্য

ii. ঝুঁকির মাত্রা

iii. লভ্যাংশ নীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৭. মূলধন কাঠামো সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া হয় —

i. নিজস্ব মূলধনের পরিমাণে

ii. ঋণকৃত মূলধনের পরিমাণে

iii. মূলধন ব্যয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৮. অব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে ব্যবহৃত হয় না —

i. শেয়ার ইস্যু

ii. ঋণপত্র বিক্রয়

iii. আত্মীয়স্বজনের নিকট থেকে ঋণ গ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৯. তারল্য ও মুনাফার মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে সহায়ক হিসেবে বিবেচিত হয়ে থাকে —

i. উপযুক্ততার নীতি

ii. ধারে বিক্রয় নীতি

iii. আদায় নীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬০. উপযুক্ততার নীতির আলোকে যে কাজ করা হয় —

i. স্বল্পমেয়াদি উৎস থেকে চলতি মূলধন সংগ্রহ

ii. দীর্ঘমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহ

iii. স্বল্পমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১.ঘ ৫২.ক ৫৩.ঘ ৫৪.ক ৫৫.ঘ ৫৬.ক ৫৭.ঘ ৫৮.ক ৫৯.ঘ ৬০.ক

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০) | বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০) ▶