Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২২ - অর্থনীতি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১. ‘Economics’ কোন শব্দ থেকে এসেছে?

ক. Oikonomia খ. Ekonomia

গ. Onkomia ঘ. Konomia

২. প্রাচীন ভারতে কোন সময়ে ‘কৌটিল্যর অর্থশাস্ত্র’ আলোচিত হয়?

ক. ৪র্থ খ্রিষ্টপূর্ব খ. ৫ম খ্রিষ্টপূর্ব

গ. ৬ষ্ঠ খ্রিষ্টপূর্ব ঘ. ৭ম খ্রিষ্টপূর্ব

৩. ‘বাণিজ্যবাদ’ – এর প্রসারকাল কোনটি?

ক. ১৪০০–১৫০০ খ. ১৫৯০–১৭২০

গ. ১৫৯০–১৭৮০ ঘ. ১৭৯০–১৮৮০

৪. ‘Mercanitlism’ শব্দটির অর্থ কী?

ক. ভূমিবাদ খ. বাণিজ্যবাদ

গ. সাম্রাজ্যবাদ ঘ. পুঁজিবাদ

৫. কারা রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধির জন্য অধিক রপ্তানি করত?

ক. রোমানরা

খ. গ্রিকরা

গ. ফরাসিরা

ঘ. ইংল্যান্ডের ব্যবসায়ীরা

৬. ‘Physiocracy’ শব্দটির অর্থ কী?

ক. বাণিজ্যবাদ খ. ভূমিবাদ

গ. সাম্রাজ্যবাদ ঘ. শরীরতত্ত্ব

৭. ইংল্যান্ড শিল্পপণ্য রপ্তানি করে কী আমদানি করত?

ক. কৃষি উপকরণ

খ. শ্রমিক

গ. মূল্যবান প্রাচীন দ্রব্য

ঘ. মূল্যবান ধাতু

৮. কৃষিকে উৎপাদনশীল কাজ মনে করা হতো কোন মতবাদে?

ক. সাম্রাজ্যবাদে খ. ভূমিবাদে

গ. পুঁজিবাদে ঘ. বাণিজ্যবাদে

৯. কারা ভূমিবাদ মতবাদ প্রচার করেন?

ক. গ্রিকরা খ. ফরাসিরা

গ. রোমানরা ঘ. ভারতীয়রা

১০. অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কোন দেশের নাগরিক ছিলেন?

ক. আমেরিকার খ. ইংল্যান্ডের

গ. ফ্রান্সের ঘ. ইতালির

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.ক ২.ক ৩.গ ৪.খ ৫.ঘ ৬.খ ৭.ক ৮.খ ৯.খ ১০.খ

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) ▶

Also Read: এসএসসি ২০২২ - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)