Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২২ - জীববিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৬১. পাইরুভিক অ্যাসিডের সংকেত কোনটি?

ক. C2H2O খ. C3H4O3

গ. CHO ঘ. CHO

৬২. গ্লুকোজের সংকেত কোনটি?

ক. C6H6O6 খ. C6H12O6

গ. C6H1O6 ঘ. C6H12O

৬৩. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত দ্রব্য হিসেবে নির্গত হয় কোনটি?

ক. শর্করা খ. কার্বন

গ. অক্সিজেন ঘ. ইথানল

৬৪. প্রতি মোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত শক্তি জমা থাকতে পারে?

ক. ৭.৩ কিলোক্যালরি

খ. ৮.৩ কিলোক্যালরি

গ. ৯.৩ কিলোক্যালরি

ঘ. ৯.৫ কিলোক্যালরি

৬৫. গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে?

ক. নিউক্লিয়াসে খ. সাইটোপ্লাজমে

গ. প্রোটোপ্লাজমে ঘ. মাইটোকন্ড্রিয়ায়

৬৬. কোন বয়সী পাতায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে?

ক. কচি পাতায় খ. সবুজ পাতায়

গ. বৃদ্ধ বয়সী ঘ. মধ্য বয়সী

৬৭. আত্তীকরণ শক্তি হলো —

i. ATP

ii. GTP

iii. NADPH2

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?

ক. অ্যাসিটাইল কো-এ

খ. রাইবুলোজ

গ. পাইরুভিক অ্যাসিড

ঘ. গ্লুকোজ

৬৯. জীবের দেহে শক্তি উৎপাদন ও ব্যবহারের প্রধান কৌশলকে কী বলে?

ক. জৈবশক্তি

খ. জীবনীশক্তি

গ. রাসায়নিক শক্তি

ঘ. সৌরশক্তি

৭০. শক্তির মূল উৎস কী?

ক. বায়ো এনার্জি খ. শর্করা

গ. ATP ঘ. সূর্য

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৬১.খ ৬২.খ ৬৩.গ ৬৪.ক ৬৫.খ ৬৬.ঘ ৬৭.খ ৬৮.গ ৬৯.খ ৭০.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০) | বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০) ▶