
অধ্যায় ১
৯৫. সংক্ষেপে ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তিকে কী বলে?
ক. ন্যানোটেল খ. ন্যানোমিটার
গ. ন্যানোটেক ঘ. ন্যানোওয়েব
৯৬. ন্যানো টেকনোলজির ব্যবহারিক ক্ষেত্র হলো—
i. রসায়ন
ii. পদার্থবিজ্ঞান
iii. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৭. ন্যানো প্রযুক্তির ব্যবহার যেসব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে—
i. চিকিৎসাবিজ্ঞান
ii. ইলেকট্রনিকস
iii. শক্তি উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৮. ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটারে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কী বলে?
ক. ব্লগিং খ. প্রোগ্রামিং
গ. চ্যাটিং ঘ. হ্যাকিং
৯৯. হ্যাকার বলা হয় কাদের?
ক. যারা সংবাদপত্র বাজারজাত করে
খ. যারা পণ্য বাজারজাত করে
গ. যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে
ঘ. যারা ইন্টারনেট ব্যবহার করে
১০০. হ্যাকারদের কাজ হলো—
i. কম্পিউটারের প্রয়োজনীয় ফাইল নষ্ট করা
ii. অনলাইন প্রতারণার মাধ্যমে টাকাপয়সা চুরি করা
iii. নতুন নতুন সফটওয়্যার তৈরি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০১. কম্পিউটার অপরাধের অন্তর্ভুক্ত বিষয় হলো—
i. সফটওয়্যার পাইরেসি
ii. পেজিয়ারিজম
iii. ডেটা চুরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০২. সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাসা কর্তৃক মঙ্গল গ্রহে পাঠানো রোবটের নাম কী?
ক. পারসিভিয়ারেন্স খ. কিউরিসিটি
গ. ভেরেনা ঘ. ভস্টক
সঠিক উত্তর
অধ্যায় ১: ৯৫. গ ৯৬. ঘ ৯৭. ঘ ৯৮. ঘ ৯৯. গ ১০০. ক ১০১. ঘ ১০২. ক
প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা