Thank you for trying Sticky AMP!!

দশমিক ভগ্নাংশ - গণিত | ষষ্ঠ শ্রেণী - পাঠ ২১

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মুনির হাসান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক এবং প্রথম আলোর যুব কার্যক্রম ও অনুষ্ঠান বিভাগের প্রধান।

গত কয়েকটি পর্বে আমরা ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও তাদের প্রয়োগ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা বিশেষ ভগ্নাংশ যেখানে হর ১০, ১০০ বা ১০০০ হয়ে থাকে বা দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ নিয়ে আলোচনা করবো।

আজকের আলোচ্য বিষয়ঃ দশমিক ভগ্নাংশ

Also Read: ভগ্নাংশ (প্র্যাকটিস) - গণিত | ষষ্ঠ শ্রেণী - পাঠ ২০