ল্যান্স নায়েক মুন্সী আব্দুুর রউফের যুদ্ধের ঘটনা লেখো।
উত্তর: ল্যান্স নায়েক মুন্সী আব্দুুর রউফ ছিলেন ইপিআর বাহিনীর একজন দক্ষ মেশিনচালক। এই ক্ষেত্রে তিনি অনেক সুনামও অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো তিনিও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭১ সালের ৮ এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের ওপর আক্রমণ করার পরিকল্পনা করেন। এ জন্য তাঁরা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান নেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করার জন্য সাতটি স্পিডবোট আর দুটি মোটর লঞ্চ নিয়ে এগিয়ে আসে। মৃত্যু অবধারিত জেনেও মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি। আব্দুুর রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিনগান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন, নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিডবোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুড়তে ছুড়তে তারা পিছু হটতে থাকল। এ রকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তাঁর ওপর। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। তিনি শহীদ হলেন। আব্দুুর রউফ আমাদের গৌরব। আমরা তাঁকে ভুলব না। শ্রদ্ধাভরে স্মরণ করব চিরদিন।
বিপরীত শব্দ লেখো এবং তা দিয়ে একটি করে বাক্য লেখো।
দুরন্ত, অসীম, সুনাম, বীর, জয়, জীবন
উত্তর
প্রদত্ত শব্দ ― ―বিপরীত শব্দ ― ―বাক্য
দুরন্ত ― ― ― ― ―শান্ত ― ― শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে।
অসীম ― ― ― ―সসীম ― ― ―আবুলের কর্মধারা সসীম।
সুনাম ― ― ― ―দুর্নাম ― ― ― ভালো মানুষেরা কখনো কারও দুর্নাম করে না।
বীর ― ― ― ― ―ভীতু ― ― ―রাকিবের মতো ভীতু ছেলে আমি আর দেখিনি।
জয় ― ― ― ―পরাজয় ― ― ―খেলায় দুর্বল প্রতিপক্ষের পরাজয় সুনিশ্চিত।
জীবন ― ― ― ―মরণ ― ― ― বীরেরা মরণকে তুচ্ছজ্ঞান করে।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা