অষ্টম শ্রেণির পড়াশোনা
প্রিয় শিক্ষার্থীরা, আমি তারিক মনজুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
বাংলা আমাদের মাতৃভাষা হওয়া সত্বেও বাংলা ভাষার অনেক বিষয় আছে যেগুলো প্রায়শই আমরা গুলিয়ে ফেলি। বাংলা ভাষা ও ব্যাকরণের এমন কিছু বিষয় বা টপিক আছে যেগুলো স্কুল-কলেজের পরীক্ষা, চাকরি-বাকরি কিংবা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। আসলে ভাষার এমন বিষয়গুলো জানা আমাদের যোগ্যতার পরিচয়ই বহন করে। প্রথম আলো'র এই আয়োজনে আমি সেই জানানোর কাজটাই করার চেষ্টা করব। ভালো-মন্দ কমেন্টে জানাতে পারেন।
আজকের আলোচ্য বিষয়ঃ স্বরধ্বনি