Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৩ -বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা |অধ্যায় ১: বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

২১.প্রাচীনকালে মানুষ হিংস্র জীব–জানোয়ারের সঙ্গে যুদ্ধ করে বেঁচে ছিল। এই সংগ্রামের কারণ কী?

ক. মানুষ ছিল আত্মনির্ভরশীল

খ. মানুষ ছিল পরনির্ভরশীল

গ. মানুষ ছিল গুহাবাসী

ঘ. মানুষ ছিল সভ্য প্রাণী

২২.ইতিহাস, ঐতিহ্য, হিস্টোরিয়া শব্দগুলো নিচের কোন বিষয়টিকে সমর্থন করে?

ক. দর্শন খ. অর্থনীতি

গ. ইতিহাস ঘ. সমাজবিজ্ঞান

২৩.গ্রিক ও পারসিক যুদ্ধের ইতিহাস রচনা করেন কে?

ক. হেরোডোটাস

খ. থুকিডাইডেস

গ. কালাহান

ঘ. ই এইচ কার

২৪.হেরোডোটাসকে ইতিহাসের জনক বলার কারণ—

i. তিনি ইতিহাস ও অনুসন্ধানের সমন্বয় সাধন করেন

ii. তিনি ইতিহাসের প্রাথমিক ভিত্তি স্থাপন করেন

iii. তিনিই প্রথম ইতিহাসের নামকরণ করেন হিস্টোরিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫.ইতিহাসের উপাদান কী কারণে সংরক্ষণ করা হয়?

ক. অতীতকে জানার জন্য

খ. গবেষণাপত্র রচনার জন্য

গ. জাদুঘরে রাখার জন্য

ঘ. সাহিত্য রচনার জন্য

২৬.‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ।’ উক্তিটি কার?

ক. হেরোডোটাসের

খ. ই এইচ কারের

গ. ই বি টেইলরের

ঘ. র৵াপসনের

২৭.লামা তারনাথ গোপালের সিংহাসনে আরোহণ সম্পর্কে যে বিবরণ দিয়েছেন, তা কী রূপ?

ক. উপন্যাস খ. কল্পকাহিনি

গ. ছোটগল্প ঘ. বাস্তব কাহিনি

২৮.‘মৈমনসিংহ গীতিকা’ ইতিহাসের কোন ধরনের উপাদান?

ক. লিখিত খ. অলিখিত

গ. ঐতিহাসিক ঘ. ভৌগোলিক

২৯.উয়ারী–বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

ক. সিলেট

খ. নরসিংদী

গ. বগুড়া

ঘ. নওগাঁ

৩০.ইতিহাসের উপাদান হিসেবে সমর্থনযোগ্য—

i. মৌলিক উপাদান

ii. লিখিত উপাদান

iii. অলিখিত উপাদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১. গ ২২. গ ২৩. ক ২৪. ঘ ২৫. ক ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. খ ৩০. গ

কাজী মনজুরুল ইসলাম, শিক্ষক ,উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা