Thank you for trying Sticky AMP!!

অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৮ - বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

৪১. সুনামির সময় সমুদ্রের ঢেউয়ের গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার পর্যন্ত হতে পারে?

ক. ৬০০-৯০০ খ. ৭০০-১০০০

গ. ৮০০-১৩০০ ঘ. ৯০০-১৫০০

৪২. সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে উপকূলের কত কিলোমিটারের মধ্যে ঢুকে যেতে পারে?

ক. ৯ কিমি খ. ১০ কিমি

গ. ১৪ কিমি ঘ. ১৬ কিমি

৪৩. জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয় কত সালে?

ক. ২০০৮ সালে খ. ২০০৯ সালে

গ. ২০১০ সালে ঘ. ২০১১ সালে

৪৪. জাপানের রাজধানীর নাম কী?

ক. ওসাকা খ. টোকিও

গ. বেইজিং ঘ. কায়রো

৪৫. জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি হয় ২০১১ সালে। তখন জাপানের কতটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. সাতটি

Also Read: অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | আমাদের লোকশিল্প - বহুনির্বাচনি প্রশ্ন (১ - ১০)

৪৬. ভূমিধস কাকে বলে?

ক. পাহাড়ের মাটি ধসে পড়া

খ. মাটি ফেটে যাওয়া

গ. নদীগর্ভে ভূমি বিলীন হওয়া

ঘ. নদীগর্ভে ঘরবাড়ি বিলীন হওয়া

৪৭. ভূমিধস হলে মানুষের প্রাণহানি ঘটে বাংলাদেশের —

i. চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা

ii. চট্টগ্রাম, বান্দরবান, নেত্রকোনা

iii. কক্সবাজার, ভোলা, বরিশাল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i, ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?

ক. ২৪ ভাগ খ. ২৫ ভাগ

গ. ২৬ ভাগ ঘ. ২৭ ভাগ

নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

গ্রিনহাউস গ্যাস নির্গত হয় এয়ারকন্ডিশনার থেকে। এ কারণে পরিবেশ সচেতন শিক্ষক সাঈদ হোসেন এয়ারকন্ডিশনার ব্যবহার করেন না। তিনি সাধারণ ফ্যান দিয়েই কাজ চালান। তিনি একটি পরিবেশবাদী সংগঠনের সদস্য হিসেবে পরিবেশ রক্ষায় কাজ করেন। তাই তিনি এয়ারকন্ডিশনার ব্যবহারে মানুষকে নিরুত্সাহিত করেন। তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন।

৪৯. কোন ধরনের যন্ত্র পরিহার করেছেন সাঈদ হোসেন?

ক. অতিপ্রয়োজনীয়

খ. বিলাস

গ. পরিবেশবান্ধব

ঘ. নিত্যপ্রয়োজনীয়

৫০. সাঈদ হোসেন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করার ফলে কোনটি হ্রাস পাবে?

ক. ঠান্ডা খ. গরম

গ. বৈশ্বিক উষ্ণায়ন ঘ. ফ্যানের ব্যবহার

সঠিক উত্তর

অধ্যায় ৮: ৪১.গ ৪২.খ ৪৩.ঘ ৪৪.খ ৪৫.গ ৪৬.ক ৪৭.ঘ ৪৮.খ ৪৯.খ ৫০.গ

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

Also Read: অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | আমাদের লোকশিল্প - বহুনির্বাচনি প্রশ্ন ( ১১- ২০)