Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৪ - কৃষিশিক্ষা | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১১. পুকুরে সালোকসংশ্লেষণের জন্য কোন উপাদানটি প্রয়োজন?

ক. ঘোলাত্ব খ. তাপমাত্রা

গ. সূর্যালোক ঘ. গভীরতা

১২. মাছের প্রধান প্রাকৃতিক খাবার কোনটি?

ক. জৈব সার খ. পানি

গ. শৈবাল ঘ. ফাইটোপ্লাঙ্কটন

১৩. পুকুরের পানির pH কত হলে মাছ মারা যায়?

ক. ৩–এর নিচে, ১১–এর উপরে

খ. ৪–এর নিচে, ১১–এর উপরে

গ. ৫–এর উপরে, ১১–এর নিচে

ঘ. ৫–এর নিচে, ১৬–এর উপরে

১৪. নিচের কোন পুকুরটি অধিক গভীর হয়?

ক. বার্ষিক পুকুর খ. মৌসুমি পুকুর

গ. আঁতুড় পুকুর ঘ. চালাই পুকুর

১৫. স্থায়ী পুকুরে কত দিন পানি থাকে?

ক. ১ মাস খ ৩ মাস

গ. ৯ মাস ঘ. ১২ মাস

Also Read: এসএসসি ২০২৪ - বাংলা ১ম পত্র | মানুষ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

১৬. লালন পুকুরের আয়তন কত হলে ভালো হয়?

ক. ৫-১০ শতক খ. ১০-১৫ শতক

গ. ১০-২৫ শতক ঘ. ২০-১০০শতক

১৭. মজুদ পুকুরের গভীরতা কত মিটার?

ক. ০–১ মিটার খ. ১–২ মিটার

গ. ২–৩ মিটার ঘ. ২–৪ মিটার

১৮. পুকুরের ওপরের স্তরে কোন মাছটি বাস করে?

ক. মাগুর খ. পাঙাশ

গ. সরপুঁটি ঘ. রুই

১৯. ফাইটোপ্লাঙ্কটন বেশি থাকে পুকুরের কোন স্তরে?

ক. তলদেশে খ. মধ্যস্তরে

গ. ওপরের স্তরে ঘ. মধ্য ও তলদেশে

২০. চিংড়ি পানির কোন স্তরে বাস করে?

ক. পানির ওপরের স্তরে

খ. পানির নিচের স্তরে

গ. মধ্যস্তরে

ঘ. তলদেশে কাদার ওপরের স্তরে

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.গ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.গ ১৯.গ ২০.খ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

Also Read: এসএসসি ২০২৪ - বাংলা ১ম পত্র | মানুষ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)