Thank you for trying Sticky AMP!!

বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

তাহারেই পড়ে মনে

১. কবি শীত ঋতুকে কল্পনা করেছেন নিচের কোনটির সঙ্গে?

ক. মাঘের সন্ন্যাসীর সঙ্গে

খ. রিক্ততার সঙ্গে

গ. কবিমনের উদাসীনতার সঙ্গে

ঘ. কুয়াশার সঙ্গে

২. ‘উত্তরী’ শব্দের স্বাভাবিক অর্থ নিচের কোনটির সঙ্গে তুলনাযোগ্য?

ক. উত্তর দিক খ. উত্তরের হাওয়া

গ. উত্তরের দুয়ার ঘ. চাদর

Also Read: সমাজবিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

৩. ‘কুয়াশা’ শব্দের প্রতিশব্দ হিসেবে ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন শব্দটি ব্যবহার করা হয়েছে?

ক. চাদর খ. উত্তরীয়

গ. কুহেলী ঘ. কুহেলিকা

৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির বসন্তবিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে?

ক. অভিমান খ. উদাসীনতা

গ. শূন্যতা ঘ. ব্যর্থতা

সঠিক উত্তর

তাহারেই পড়ে মনে: ১.ক ২.ঘ ৩.গ ৪.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

Also Read: সমাজবিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪