Thank you for trying Sticky AMP!!

বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

প্রবাস বন্ধু

১. ‘মশহুর’ অর্থ কী?

ক. পরিচিত খ. বিখ্যাত

গ. প্রয়োজনীয় ঘ. উদ্দেশ্য

২. ‘দারুল আমান’ শব্দের অর্থ কী?

ক. ট্রেন খ. বাস

গ. ঝরনা ঘ. উড়োজাহাজ

৩. লেখক কোন ঋতুতে খাজামোল্লা গ্রামের বাসায় উঠেছিলেন?

ক. গ্রীষ্মকাল খ. শীতকাল

গ. বর্ষাকাল ঘ. বসন্তকাল

৪. লেখক বাসার সঙ্গে কী পেলেন?

ক. আসবাব খ. চাকর

গ. বাগান ঘ. গাড়ি

৫. কে লেখককে আবদুর রহমানের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন?

ক. অধ্যক্ষ জিরার খ. হরফন–মৌলা

গ. লেখকের বন্ধু ঘ. প্রবাস বন্ধু

Also Read: বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪

৬. কাবুলের মানুষ কয় পেয়ালা কাবুলি সবুজ চা খেয়ে অভ্যস্ত?

ক. এক–দুই পেয়ালা খ. দুই–তিন পেয়ালা

গ. তিন–চার পেয়ালা ঘ. পাঁচ–ছয় পেয়ালা

৭. ‘জুতো বুরুশ থেকে খুনখারাবি’—সব কাজ করে দেবে কে?

ক. জিরার সাহেব খ. আবদুর রহমান

গ. লেখকের বন্ধু ঘ. প্রবাস বন্ধু

৮. আবদুর রহমানকে ‘হরফন–মৌলা’ বলা হয়েছে কেন?

ক. ভালো রান্না জানেন বলে

খ. বিশাল দেহের অধিকারী বলে

গ. অত্যন্ত বিনয়ী স্বভাবের বলে

ঘ. বহুমুখী কাজে পারদর্শী বলে

৯. লেখক আবদুর রহমানকে নরদানবের সঙ্গে তুলনা করেছেন কেন?

ক. বিশাল আকৃতির শরীরের কারণে

খ. দেখতে ভয়াবহ ছিলেন বলে

গ. তাঁকে দেখে ভয় পাওয়ার কারণে

ঘ. বড় বোঝা বহনে সক্ষম বলে

১০. খাজামোল্লা গ্রাম কাবুল থেকে কত মাইল দূরে?

ক. দুই মাইল খ. আড়াই মাইল

গ. তিন মাইল ঘ. চার মাইল

সঠিক উত্তর

প্রবাস বন্ধু: ১.খ ২.ক ৩.ক ৪.খ ৫.ক ৬.ঘ ৭.খ ৮.ঘ ৯.ক ১০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: ফিন্যান্স ও ব্যাংকিং - এসএসসি ২০২৪