Thank you for trying Sticky AMP!!

নটরডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি

∎ নটর ডেম কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

∎ আজ (৭ ডিসেম্বর ২০২২) রাত ১২:০১ মিনিট হতে ১৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

ভর্তির আবেদন ফরম: আজ ৭ ডিসেম্বর দিবাগত রাত ১২:০১টা থেকে ১৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সরাসরি নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্টআউট সংগ্রহ করতে হবে। ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে।

আবেদনের ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান বিভাগ— বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA-5.00, মানবিক বিভাগ GPA-3.00 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ GPA-4.00। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘O’ Levelএর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-4.50, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA-3.50।

আসনসংখ্যা: বিজ্ঞান বিভাগ– বাংলা 

মাধ্যম১৮০০, ইংরেজি ভার্সন– ৩০০, মানবিক বিভাগ– ৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ– ৭৬০।

ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন: আবেদনকারী সব প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ভর্তি পরীক্ষার বিষয়সমূহ: এসএসসির সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে, তাদের বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় আবেদন করেছে, তাদের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।

মানবিক বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান।

ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। 

পরীক্ষার বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: ndc.edu.bd

Also Read: ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি