Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৪ - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

১. কোনটি ‘পণ্যপ্রতীকের’ অন্তর্ভুক্ত নয়?

ক. ডিভাইস খ. ব্র্যান্ড

গ. শিরোনাম ঘ. মোড়ক

২. একজন আবিষ্কারককে তার আবিষ্কারের স্বীকৃতি দেওয়া হয় কোনটি দিয়ে?

ক. ট্রেডমার্ক খ. সার্ভিসমার্ক

গ. কপিরাইট ঘ. পেটেন্ট

৩. ‘চিত্রকর্ম নিবন্ধন’ কিসের অন্তর্গত?

ক. কপিরাইট খ. ট্রেডমার্ক

গ. পেটেন্ট ঘ. সার্ভিসমার্ক

৪. ‘ট্রেডমার্ক রেজিস্ট্রেশন’ দেওয়া হয় কত বছরের জন্য?

ক. ৭ বছরের খ. ১০ বছরের

গ. ১৫ বছরের ঘ. ২০ বছরের

৫. প্রতিবছর ‘বিশ্ব মেধা দিবস’ পালিত হয় কোন তারিখে?

ক. ২৩ এপ্রিল খ. ২৪ এপ্রিল

গ. ২৫ এপ্রিল ঘ. ২৬ এপ্রিল

৬. রেজিস্টার্ড ট্রেডমার্ক ব্যবহারে একচ্ছত্র অধিকার সংরক্ষণ করেন কে?

ক. পরিচালক খ. ব্যবস্থাপক

গ. রেজিস্টার্ড মালিক ঘ. জনগণ

৭. স্বতন্ত্রতা কোনটির মূল বিষয়?

ক. পণ্যপ্রতীক খ. পেটেন্ট

গ. নিবন্ধন ঘ. কপিরাইট

৮. মেধাসম্পদের অন্তর্ভুক্ত—

i. পেটেন্ট

ii. নিবন্ধন

iii. কপিরাইট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের উপকারিতা কোনটি?

ক. প্রচুর মুনাফা

খ. অধিক বিনিয়োগ

গ. মানসম্মত পণ্য বিক্রয়

ঘ. কঠোর তদারকি

১০. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের কয়টি পক্ষ থাকে?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১.ঘ ২.ঘ ৩.ক ৪.ক ৫.ঘ ৬.গ ৭.ক ৮.খ ৯.গ ১০.ক

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

Also Read: এসএসসি ২০২৪ - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)