Thank you for trying Sticky AMP!!

গুণ অংকের শূন্যস্থান পূরণ | পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতি - গণিত (৩)

গত দুই দিন আমরা দেখেছি কিভাবে গুণ করতে হয়। 

প্রথম দিন আমরা দেখেছি একটি বড় গুণ অংক কিভাবে করতে হয় এবং পাশাপাশি সংখ্যাগুলোকে যোগ করে কিভাবে গুণফল সঠিক হলো কিনা তা যাচাই করতে হয়।

দ্বিতীয় দিন আমরা দেখেছি সহজে কিভাবে ৯৯, ৯৯০ কিংবা ৯৯৯ এই জাতীয় বড় বড় সংখ্যা দিয়ে গুণ করতে হয়।

আজকে আমরা দেখব, গুণ্য ও গুণকের একটা, দুইটা অংক না থাকে অথবা গুণ্য ও গুণকের একটা দুইটা ঘর খালি রেখে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে সমাধান করব?

যেমন নিচের উদাহরণ দুটি লক্ষ কর,

৮২৩

×১☐‎‎‎‎‎‎‎‏‏‏‎

☐☐☐৫

অথবা,

       ৪☐৭

       ×৭☐ ‎‏‏‎ ‏‏‎ ‎

    ১৯☐☐

৩☐০☐ ‎‏‏‎ ‏‏‎ ‎ ‎‏‏‎ ‏‏‎ ‎

☐☐০☐৮

এই দুটি উদাহরণের খালি ঘরগুলতে কোন কোন সংখ্যা বসবে তা কিভাবে বের করবে?

চলো আজকে আমরা সেটা নিয়েই কাজ করব।