Thank you for trying Sticky AMP!!

বাংলা - নবম শ্রেণি নতুন শিক্ষাক্রম নতুন বই

নবম শ্রেণির পড়াশোনা

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ১

বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা

আমাদের চারপাশে বিভিন্ন সমস্যা আছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় সময়ে যোগাযোগ করতে হয়। সমস্যা সমাধানের জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং কোন মাধ্যমে ও কী কী উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে হবে, তা পূর্ব থেকে পরিকল্পনা করে নিতে হয়। এরপর যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিচে তোমাদের অনুশীলনের জন্য কিছু বিষয় দেওয়া হলো—

Also Read: বাংলা - নবম শ্রেণি নতুন শিক্ষাক্রম নতুন বই

১. বিদ্যালয়ের সমস্যা:

ক. বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে আছে।

খ. বিদ্যালয়ের গ্রন্থাগারের প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম।

গ. বিদ্যালয়ের সামনে শব্দদূষণ।

২. এলাকার সমস্যা:

ক. বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে খারাপ অবস্থা।

খ. বিদ্যালয়ের সামনে রিকশা ও গাড়ির জট।

গ. বিদ্যালয়ের কাছাকাছি একটি খালের ওপর সেতু নেই।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বাংলা - নবম শ্রেণি নতুন শিক্ষাক্রম নতুন বই