Thank you for trying Sticky AMP!!

দশম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৩ - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১১. স্পর্শের দিক থেকে বল কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১২. নিউটনের গতির প্রথম সূত্র কোনটি?

ক. v = u + at খ. u = v

গ. s = v ঘ. F = ma

১৩. স্পর্শ বল কোনটি?

ক. দুর্বল নিউক্লীয় বল

খ. মহাকর্ষ বল

গ. চৌম্বক বল

ঘ. ঘর্ষণ বল

১৪. একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলে, কোন ঘটনাটি ঠিক?

ক. গুলিটির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি হয়

খ. গুলিটির ত্বরণ বন্দুকের ত্বরণ অপেক্ষা কম

গ. গুলিটির ভরবেগ বন্দুকের ভরবেগ অপেক্ষা বেশি

ঘ. বন্দুকের ক্রিয়া বল গুলির প্রতিক্রয়া বল অপেক্ষা কম

১৫. জড়তা—

i. একটি প্রাকৃতিক ঘটনা

ii. পরিবর্তনের জন্য বলের প্রয়োজন

iii. ওজন দ্বারা পরিমাপ করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

Also Read: দশম শ্রেণি - ইংরেজি ২য় পত্র | Tag Questions (7-8)

১৬. যে বস্তুর জড়তা যত বেশি—

i. তাকে গতিশীল করা তত কঠিন

ii. তার বেগ পরিবর্তন করা তত কঠিন

iii. তার ভরের পরিমাণও তত বেশি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

১৮. নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল?

ক. দুর্বল নিউক্লীয় বল

খ. সবল নিউক্লীয় বল

গ. মহাকর্ষ বল

ঘ. তড়িৎ চৌম্বকীয় বল

১৯. কোন বলটিকে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল বলে?

ক. মহাকর্ষ

খ. তড়িৎ চৌম্বক বল

গ. দুর্বল নিউক্লীয় বল

ঘ. সবল নিউক্লীয় বল

২০. গ্যালাক্সির ভেতর নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য?

ক. সবল নিউক্লীয় বল

খ. দুর্বল নিউক্লীয় বল

গ. তড়িৎ চৌম্বক বল

ঘ. মহাকর্ষ বল

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.ক ১২.খ ১৩.ঘ ১৪.ক ১৫.গ ১৬.ঘ ১৭.গ ১৮.গ ১৯.ক ২০.ঘ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

Also Read: দশম শ্রেণি - ইংরেজি ২য় পত্র | Tag Questions (9-10)