Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৩ - জীববিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৪৭)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৪১. ইন্টারক্যালেকটিভ ডিস্ক থাকে কোন টিস্যুতে?

ক. কার্ডিয়াক খ. ঐচ্ছিক

গ. অনৈচ্ছিক ঘ. স্নায়ু টিস্যু

৪২. স্নায়ু টিস্যু অসংখ্য কী দিয়ে গঠিত?

ক. অ্যাক্সন খ. নিউরন

গ. ডেনড্রাইট ঘ. দেহকোষ

৪৩. একটি স্নায়ু টিস্যু—

i. পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে

ii. উদ্দীপনা মস্তিষ্কের বহন করে

iii. সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৪. নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় কোন অঙ্গাণুটি না থাকার কারণে এটি বিভাজিত হয় না?

ক. কোষ গহ্বর খ. সেন্ট্রিওল

গ. কোষ প্রাচীর ঘ. লাইসোজোম

৪৫. নিউরন কোষ—

i. বহুভূজাকৃতি

ii. নিউক্লিয়াস যুক্ত

iii. বিভাজিত হয়

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৬. একটি নিউরণে কয়টি অ্যাক্সন থাকে?

ক. এক খ. দুই

গ. চার ঘ. ছয়

৪৭. উচ্চতর প্রাণীতে স্নায়ুটিস্যু—

i. স্মৃতি সংরক্ষণ করে

ii. বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে

iii. অঙ্গের মধ্যে সমন্বয় করে

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪১.ক ৪২.খ ৪৩.ঘ ৪৪.খ ৪৫.ক ৪৬.ক ৪৭.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: এসএসসি ২০২৩ - জীববিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)