২১. ঘাসফড়িংয়ের কর্নিয়া—
i. ওমাটিডিয়ামের ভেতর আলো প্রবেশে সাহায্য করে
ii. আলো প্রতিফলিত হয়ে দূরে যেতে বাধা দেয়
iii. পুঞ্জাক্ষির আলোকে প্রতিসরণ অঙ্গ হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. হাইড্রার যৌন জননের ধাপগুলো—
i. গ্যামেটোজেনেসিস
ii. নিষেক
iii. পরিস্ফুটন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. হিপনোটক্সিনে উপস্থিত থাকে—
i. ফেনল
ii. লিপিড
iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. ভারসাম্য রক্ষা ছাড়া রুই মাছের বায়ুথলি কাজ করে—
i. শ্রবণ ও শব্দ তৈরির অঙ্গ হিসেবে
ii. খাদ্য পরিপাকের অঙ্গ হিসেবে
iii. শ্বসন ও সংবেদী অঙ্গ হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. আমিষজাতীয় খাদ্যকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে কে?
ক. ট্রিপসিন খ. গ্লুকোজ
গ. লাইনিন ঘ. ভ্যালিন
২৬. শর্করাজাতীয় খাদ্যকে গ্লুকোজে পরিণত করে কে?
ক. ট্রিপসিন খ. অ্যামাইলেজ
গ. লাইনিন ঘ. আমিষ
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ঘাসফড়িংয়ের জীবনচক্রের দুটি দশা নিচে দেওয়া হলো:
X= কিছু সময়ের জন্য ভ্রুণীয় বর্ধন থেমে থাকা।
Y= শস্যজাতীয় খাদ্য খেতে দ্রুত বেড়ে ওঠা।
২৭. ঘাসফড়িংয়ে Y দশায় যে আবরণ থাকে, তা কীরূপ?
ক. নমনীয় খ. অস্থিতিস্থাপক
গ. স্থিতিস্থাপক ঘ. প্রসারণক্ষম
২৮. ঘাসফড়িংয়ে X দশার কারণ—
i. বাইরের পরিবেশের ঠান্ডা
ii. খাদ্যের অপ্রতুলতা
iii. ডিমের শক্ত আবরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. হাইড্রার কোন কোষ বুদ্বুদ তৈরি করে?
ক. ইন্টারস্টিশিয়াল কোষ
খ. এপিডার্মিসের গ্রন্থিকোষ
গ. সংবেদী কোষ
ঘ. এন্ডোডার্মিসের গ্রন্থিকোষ
৩০. হাইড্রার গহ্বরটি কোন বিষাক্ত রসে পরিপূর্ণ?
ক. হিপনোটক্সিন খ. হেমোসার্কাল
গ. হাইপোস্টোম ঘ. ভলভেন্ট
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.ক ২২.ঘ ২৩.খ ২৪.খ ২৫.ক ২৬.খ ২৭.খ ২৮.ক ২৯.খ ৩০.ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা