Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : পরিচ্ছদ ৩৪ | বাংলা ২য় পত্র - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

পরিচ্ছদ ৩৪

১. যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে কোন বাক্য বলে?

ক. সরল খ. যৌগিক

গ. জটিল ঘ. অধীন

২. ‘তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন।’—এ বাক্যে সমাপিকা ক্রিয়া কোনটি?

ক. ভাত খ. খেয়ে

গ. চেয়ারে ঘ. বসলেন

৩. একাধিক সমাপিকা ক্রিয়া কী দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়?

ক. বিশেষ্য খ. বিশেষণ

গ. যোজক ঘ. অনুসর্গ

৪. ‘দুর্জন লোক পরিত্যাজ্য’—এটি জটিল বাক্যে পরিণত করলে কী হবে?

ক. যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য

খ. যে দুর্জন সেই পরিত্যাজ্য

গ. দুর্জন লোক মাত্রই পরিত্যাজ্য

ঘ. দুর্জন লোককে সকলে পরিত্যাগ করে

৫. ‘সে এখানে এসেই বসে পড়ল।’—বাক্যটির যৌগিক বাক্যরূপ কোনটি?

ক. সে এখানে এসে বসল

খ. সে এখানে এসে বসে পড়ল

গ. সে এখানে এসে বসেছে

ঘ. সে এখানে এল, তারপরে বসে পড়ল

Also Read: এসএসসি ২০২৪ - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ২৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-১৭)

৬. ‘যখন সে সুসংবাদ পেল, তখন সে আনন্দিত হলো’—বাক্যটির সরল বাক্যরূপ কোনটি?

ক. সে সুসংবাদ পেল এবং আনন্দিত হলো

খ. সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো

গ. যেই সে সুসংবাদ পেল সেই সে এবং আনন্দিত হলো

ঘ. যদি সুসংবাদ পাও, তবে আনন্দিত হও

৭. গঠন-বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৮. কোন ধরনের বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে?

ক. সরল বাক্যে খ. জটিল বাক্যে

গ. যৌগিক বাক্যে ঘ. কোনোটিই নয়

৯. সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে কী বলে?

ক. প্রশ্নবাচক বাক্য খ. সরল বাক্য

গ. যৌগিক বাক্য ঘ. জটিল বাক্য

১০. বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও কোন বাক্য হয়?

ক. সরল বাক্য খ. জটিল বাক্য

গ. যৌগিক বাক্য ঘ. রূপান্তরিক বাক্য

সঠিক উত্তর

পরিচ্ছদ ৩৪: ১.ক ২.ঘ ৩.গ ৪.ক ৫.ঘ ৬.খ ৭.খ ৮.ক ৯.ঘ ১০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

Also Read: এসএসসি ২০২৪ - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ২৮ : বহুনির্বাচনি প্রশ্ন (১-৯)