Thank you for trying Sticky AMP!!

অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৯ - বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৯

২১. বাংলাদেশের কোন প্রতিবেশী দেশ জনসংখ্যাকে ‘জনসম্পদে’ পরিণত করেছে?

ক. ভারত ও নেপাল

খ. ভুটান ও শ্রীলঙ্কা

গ. মিয়ানমার

ঘ. ভারত ও শ্রীলঙ্কা

২২. কিসের উন্নতির ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার কমে এসেছে?

ক. চিকিত্সা খ. শিক্ষা

গ. খাবার ঘ. জীবনযাপন

২৩. সরকার নারীশিক্ষা প্রসারে পদক্ষেপ নিয়েছে—

i. প্রাথমিক স্তরে বিনা মূল্যে পাঠ্যবই সরবরাহ করা

ii. মাধ্যমিক স্তরে বিনা মূল্যে পাঠ্যবই সরবরাহ করা

iii. মেয়েদের উপবৃত্তি প্রদান করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. কোথায় বিয়ের রেজিস্ট্রি হয়?

ক. কোর্টে খ. মসজিদে

গ. কাজি অফিসে ঘ. ইউনিয়ন পরিষদে

২৫. স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যক্রম চালু করা হয়েছে কেন?

ক. শিক্ষার হার বাড়ানোর জন্য

খ. নিরক্ষরতা দূর করার জন্য

গ. পরিবার পরিকল্পিত রাখার জন্য

ঘ. জনসংখ্যা বাড়ানোর জন্য

Also Read: অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৮ - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

২৬. শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ কত সালে ‘জাতিসংঘ পুরস্কার’ লাভ করে?

ক. ২০০৯ সালে খ. ২০১০ সালে

গ. ২০১১ সালে ঘ. ২০১২ সালে

২৭. বর্তমানে নারীরা বেশি সংখ্যায় অংশ নিচ্ছেন—

i. পোশাকশিল্পে

ii. কারুশিল্পে

iii. হস্ত ও কুটিরশিল্পে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i, ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে?

ক. বিমা কোম্পানি

খ. বেসরকারি ব্যাংক

গ. বেসরকারি এনজিও

ঘ. রেডিও-টিভির প্রচারণা

২৯. মুক্তিযুদ্ধ-পরর্বতী সময়ে কারা বাংলাদেশের মানুষকে পুনর্বাসনের মাধ্যমে তাদের কাজ শুরু করে?

ক. সরকারি প্রতিষ্ঠান

খ. বিমা কোম্পানি

গ. বেসরকারি এনজিও

ঘ. বিদেশি দাতা সংস্থা

৩০. নিচের কোনটি কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের কাজ?

ক. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা

খ. সমাজসচেতন করা

গ. ভিন্ন মানসিকতা তৈরি

ঘ. বিয়ে রেজিস্ট্রেশন করানো

সঠিক উত্তর

অধ্যায় ৯: ২১.ঘ ২২.ক ২৩.ঘ ২৪.গ ২৫.গ ২৬.খ ২৭.ঘ ২৮.গ ২৯.গ ৩০.ক

শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

Also Read: অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৮ - বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)