Thank you for trying Sticky AMP!!

ষষ্ঠ শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৩ - বিপরীত শব্দ (পর্ব-৬)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

মূল শব্দ বিপরীতাথ৴ক শব্দ

ভালো মন্দ

ভাঙা গড়া

ভেতর বাহির

ভীরু সাহসী

ভয় অভয়

ভৃত্য প্রভু

মূর্ত বিমূর্ত

মহৎ নীচ

মুখ্য গৌণ

অগ্র পশ্চাৎ

মুখ্য গৌণ

রিক্ত পূর্ণ

যৌবন বার্ধক্য

যাও এসো

রাত দিন

লাভ ক্ষতি

শুষ্ক সিক্ত।

শুষ্ক সিক্ত

শীঘ্র বিলম্ব

শিষ্ট অশিষ্ট

শত্রু মিত্র

শাশ্বত নশ্বর

স্মৃতি বিস্মৃতি

সত্য মিথ্যা

সুগম দুর্গম

স্বর্গ নরক

সকাল বিকাল

সরব নীরব

Also Read: ষষ্ঠ শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৬ - সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো

সৎ অসৎ

সূক্ষ্ম স্থূল

স্বদেশ বিদেশ

সমষ্টি ব্যষ্টি

সৃষ্টি লয়

স্বাধীন পরাধীন

সুখ দুঃখ

সুন্দর কুৎসিত

স্থির চঞ্চল

হর লব

হার জিৎ

হাসি কান্না

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

Also Read: ষষ্ঠ শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৬ - সাহিত্যের বিভিন্ন রূপ