Thank you for trying Sticky AMP!!

বাংলা - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

কাঞ্চনমালা আর কাঁকনমালা

১. প্রশ্ন: রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত?

উত্তর: রাজপুত্র আর রাখাল ছেলে দুই বন্ধু। ওরা একে অন্যকে খুব ভালোবাসে। রাখাল ছেলে মাঠে গরু চরায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল ওই গাছতলায় আসে। বাঁশি বাজায়। রাজপুত্র সেই গাছতলায় বসে তাঁর বন্ধু রাখালের বাঁশি শুনত।

Also Read: বাংলা - পঞ্চম শ্রেণি

২. প্রশ্ন: রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন?

উত্তর: রাজপুত্র একদিন রাজা হয়। এরপর রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায়। কারণ লোকলস্কর আর সৈন্যসামন্তে সব সময় মুখর থাকত রাজপুরী। রাজপুরী আলো করে থাকে রানি কাঞ্চনমালা। চারদিকে সুখ আর সুখ। এত সুখের মধ্যে রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায়।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: বাংলা - পঞ্চম শ্রেণি